মুম্বই: বিখ্যাত চিত্রনাট্যকার কে.ভি. বিজয়েন্দ্র প্রসাদ, যাঁর লেখনির বুনোটেই তৈরি হয়েছে রেকর্ড-ব্রেকিং ‘বাহুবলী’, তিনিই এখন ব্যস্ত ‘নায়ক’ এবং ‘রাওডি রাঠৌঢ়’-এর সিকুয়েল লিখতে।
২০০১ সালের পলিটিকাল থ্রিলার ‘নায়ক’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কপূর, রানী মুখোপাধ্যায়, ওমরেশ পুরী, পরেশ রাওয়াল। সে সময় এই ছবি পরিচালনা করেছিলেন শঙ্কর। ২০১২-র ‘রাওডি রাঠৌঢ়’-এ অভিনয় করে ছিলেন অক্ষয় কুমার-সোনাক্ষী সিংহ। পাঁচ বছর আগের সেই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রভু দেবা।
এখন ‘বাহুবলী’ খ্যাত চিত্রনাট্যকার ব্যস্ত এই দুটি ছবির সিকুয়েল লিখতে। তাঁর আশা আগামী বছরই শ্যুটিং শুরু করা যাবে এই দুই ছবির।
কে.ভি. বিজয়েন্দ্র প্রসাদের দাবি, সিকুয়েল লেখা যথেষ্ট কঠিন কাজ। কারণ, একসময়ের জনপ্রিয় হিট ছবি থেকে দর্শকের অনেক আশা থাকে। কাজেই একসঙ্গে বিনোদনমূলক এবং দারুন স্টোরিলাইন দর্শককে ফের সিকুয়েলে উপহার দেওয়া বেশ কঠিন কাজই। তবে তিনি নিজের কাজ সম্পর্ক যথেষ্ট আশাবাদী।
‘বাহুবলী’র চিত্রনাট্যকার এখন ব্যস্ত ‘নায়ক’ এবং ‘রাওডি রাঠৌঢ়’-এর সিকুয়েলের গল্প লিখতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 May 2017 03:09 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -