নয়াদিল্লি: গতকাল রাইজিং পুণে সুপারজায়ান্টের কাছে লজ্জাজনকভাবে হারের পর কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলকে তীব্র আক্রমণ করলেন বীরেন্দ্র সহবাগ। পঞ্জাবের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস বলেছেন, ‘আমরা জানতাম ম্যাক্সওয়েল ভাল খেললে আমাদের ম্যাচ জিতিয়ে দেবে। কিন্তু ও আট-নটা ম্যাচে নিজের পরিচিত খেলা খেলতে পারেনি। এটা অত্যন্ত হতাশাজনক। কারণ, ও অভিজ্ঞ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট এবং একদিনের ম্যাচ খেলেছে ম্যাক্সওয়েল। কিন্তু ও অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়নি এবং কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে পারফর্ম করেনি।’
গতকাল পুণের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। ম্যাক্সওয়েল ছাড়া দলের বাকি তিন বিদেশি শন মার্শ, মার্টিন গাপটিল এবং ইয়ন মর্গ্যানও ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি।সবার পারফরম্যান্সেই ক্ষুব্ধ সহবাগ। তিনি বলেছেন, ‘কোনও বিদেশিই দায়িত্ব নিয়ে অন্তত ১২ থেকে ১৫ ওভার উইকেটে টিকে থাকতে পারেনি। ব্যাটিং অর্ডারে প্রথম চার জনের মধ্যে অন্তত একজনের এই দায়িত্ব পালন পালন করার কথা ছিল। কিন্তু কেউই সেটা করেনি। ওরা স্লো উইকেটের কথা বলছে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, তাদের সব ধরনের উইকেটে খেলার জন্য তৈরি থাকা উচিত। ম্যাক্সওয়েল আর মর্গ্যান এই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। অথচ ওরাই উইকেট ছুঁড়ে দিয়েছে।’
ম্যাক্সওয়েল দায়িত্ব পালন করেনি, তোপ সহবাগের
Web Desk, ABP Ananda
Updated at:
15 May 2017 12:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -