কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'বাবা বেবি ও..'-র ট্রেলার। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত 'বাবা, বেবি ও' ("Baba, Baby, O...")-র মুখ্যভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। নেটদুনিয়ায় ইতিমধ্যেই নজর কেড়েছে নতুন ছবির ট্রেলার। অনুরাগীরা অনেকেই জানিয়েছেন মুগ্ধতার কথা। তবে কেবল অনুরাগীরা নয়, শুভেচ্ছা এল অন্য রাজ্য থেকেও।
নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে 'বাবা বেবি ও..'-ছবির ট্রেলার শেয়ার করে নিয়েছেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী (Megastar Chiranjeevi)। তারকার ফেসবুক অ্যাকাউন্ট ও ট্যুইটার অ্যাকাউন্টে ঝলমল করছে বাংলা ছবি 'বাবা বেবি ও..'-র ট্রেলার। চিরঞ্জীবী লিখেছেন, 'মজা এবং আবেগে মোড়া এক বাংলা ছবির ট্রেলার শেয়ার করছি। 'বাবা বেবি ও..'। আমার বন্ধু যীশু সেনগুপ্তকে অনেক শুভেচ্ছা। সফল হোক ছবি।' দক্ষিণী তারকার এই ব্যবহারে আপ্লুত টিম 'বাবা বেবি ও..'। চিরঞ্জীবীর ট্যুইটের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায় লিখেছেন নিজের মুগ্ধতার কথা।
২৩ জানুয়ারি, রবিবার মুক্তি পেল অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত 'বাবা, বেবি ও' ("Baba, Baby, O...")-র ট্রেলার। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন শোলাঙ্কি। গল্পের শুরু হয় যীশু ওরফে মেঘ রোদ্দুর চট্টোপাধ্যায় ও তাঁর দুই সন্তানকে নিয়ে। সারোগেসি পদ্ধতিতে দুই সন্তানের বাবা মেঘ। কিন্তু বিয়ে করবেন না তিনি। 'সিঙ্গল ফাদার' মেঘ যখন দুই একরত্তিকে সামলাতে হিমশিম, তখন তাঁর আলাপ হয় বৃষ্টির সঙ্গে। বছর ৪০-এর মেঘ প্রেমে পড়ে ২০-র যুবতীর। অথচ বৃষ্টির জীবনে রয়েছে অন্য মানুষ!
কেবল যীশু বা শোলাঙ্কি নয়, ছবিতে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee), মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak
Banerjee), রেশমী সেন (Reshmi Sen), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), রজত গঙ্গোপাধ্যায়রা (Rajat Ganguly)। ছবির কাহিনি ও চিত্রনাট্য জিনিয়া সেনের। ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।