যোগগুরু বাবা রামদেব প্রিয়ঙ্কার বিয়েতে আতসবাজির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন, প্রিয়ঙ্কা যেখানে বিজ্ঞাপনে আতসবাজির ব্যবহার না করার আর্জি জানান, সেখানে তাঁর বিয়েতে এত আতসবাজির ব্যবহার করা হল কেন। রামদেব বলেছেন, কথায় ও কাজে ফারাক থাকা উচিত নয়।
উল্লেখ্য, প্রিয়ঙ্কার বিয়েতে আতসবাজির রোশনাই দেখা গিয়েছে। এর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
কিন্তু প্রিয়ঙ্কাকে আতসবাজির ব্যবহারে রাশ টানার জন্য মানুষের কাছে আর্জি জানাতে দেখা গিয়েছে। তাই তাঁর বিয়েতে আতসবাজির এই ব্যবহার অনেকেই মেনে নিতে পারছেন না। দীপাবলির সময়ে প্রিয়ঙ্কার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে প্রিয়ঙ্কাকে বলতে শোনা গিয়েছে যে, আলোর এই উত্সব মিষ্টি ও ভালোবাসা বিনিময়ের মধ্যে উদযাপন করুন। কারণ, আতসবাজির ব্যবহারের কারণে যে ধোঁয়া হয়, তাতে শ্বাসকষ্টের সমস্যা যাঁরা ভোগেন, তাঁদের ওপর এর খুব খারাপ প্রভাব পড়ে।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, জোধপুরে যে আতসবাজি পোড়ানো হয়েছে, তার থেকে কি অক্সিজেন বেরিয়েছে।
অন্যদিকে, পিপলস ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (পেটা) বিয়ের অনুষ্ঠানে হাতি ও ঘোড়ার ব্যবহার নিয়ে নবদম্পতি প্রিয়ঙ্কা ও নিকের সমালোচনা করেছে।