দুবাই: গত শনিবার টি ১০ লিগে নর্দান ওয়ারিয়র্স ও পাখতুনসের মধ্যে কোয়ালিফায়ার ফাইনালে ১৭ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেললেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।
আফ্রিদির মারমুখী মেজাজের শিকার হলেন পাক দলের তাঁর প্রাক্তন সতীর্থ ওয়াহাব রিয়াজ। পাখতুনসের ইনিংসের অষ্টম ওভারে রিয়াজের বলে পর পর চারটি ছক্কা হাঁকালেন আফ্রিদি।
৩৮ বছরের আফ্রিদির অপরাজিত ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে তাঁর দল ১৩ রানে জিতে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল। রিয়াজ ওই ওভারে ২৬ রান দিলেন।



ফাইনালে নর্দান ওয়ারিয়র্সেরই মুখোমুখি হবে পাখতুনস।
এর আগে এলিমিনেটর ফাইনালে নর্দান মরাঠা আরবিয়ান্সকে হারিয়ে ফাইনালে ওঠে।