কলকাতা: সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল ইরফান খান (Irrfan Khan) পুত্র বাবিল খানের (Babil Khan) একটি ভিডিও। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ঝরঝর করে কাঁদছেন বাবিল। সেই সঙ্গে বেশ কিছু কথাও বলছেন। সেখানে তাঁকে বলিউডের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিত্বকে ভুয়ো এবং অভদ্র বলে দাবি করেছেন। এমনকি একাধিক নামও নিয়েছেন তিনি। তবে এই ভিডিও পোস্ট করার কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটি মুছে ফেলেন তিনি। আর তার কিছুক্ষণ পরে সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন নিজের প্রোফাইলটিই। তিনি কেন এমনটা করলেন, তাই নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। সত্যিই কি বাবিল কোনও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন? সেই কারণেই এই ভিডিও পোস্ট? 

বাবিল যে ভিডিও শেয়ার করেছিলেন, তাতে তিনি বলেছিলেন যে বলিউডের একাংশের মানুষ একেবারে ভুয়ো। বাবিল এই ভিডিওতে অনন্যা পান্ডে (Ananya Pandya), অর্জুন কাপূর (Arjun Kapoor), শানায়া কাপূর (Shanaya Kapoor), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) এবং আদর্শ গৌরবের মতো অভিনেতাদের নামও নিয়েছিলেন। বাবিল সেই ভিডিওতে বলেছিলেন, 'আমার এই ভিডিওটা করার কারণ হল, আমি আপনাদের জানাতে চাই যে শানায়া কাপূর, অনন্যা পান্ডে, অর্জুন কাপূর, সিদ্ধান্ত চতুর্বেদী, রাঘব জুয়াল, আদর্শ গৌরব এবং অরিজিৎ সিংহের মতো লোকজন আছে। আরও অনেক নাম আছে। বলিউড খুব খারাপ একটা জায়গা। বলিউড খুব খারাপ। এখানকার লোকজন খুব অভদ্র। বলিউডে সবচেয়ে বেশি ভুয়ো মানুষ। ইন্ডাস্ট্রি ভুয়ো। এমন খুব কম লোক আছে যারা বলিউডের ভাল করতে চায়। আমি আপনাদের আরও অনেক কিছু জানাতে চাই। আমার আপনাদের অনেক কিছু জানানোর আছে।' ভিডিওটি এই পর্যন্তই।

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপাতত নেই। আর এই ঘটনায় এবার একটি বিবৃতি দিয়েছেন বাবিল খানের মা সুতপা শিকদার। সোশ্যাল মিডিয়ায় সুতপা লিখেছেন, 'বাবিল খানের পরিবার ও টিমের তরফ থেকে এটা জানানো হচ্ছে। বাবিল গত কয়েক বছর ধরে নিজের কাজের জন্য এবং তাঁর উন্মুক্ত মানসিকতার জন্য আপনাদের কাছে যথেষ্ট ভালবাসা পেয়েছে। তাঁর মানসিক স্বাস্থ্যের জন্যও সে ভালবাসা পেয়েছে। কিন্তু আর সবার মতো, বাবিলের জীবনেও কঠিন দিন আসতে পারে। ধরে নিন, এখন বাবিলের জীবনে তেমনই একটা সময় চলছে। তবে যাঁরা ওর ভাল চান, তাঁদের উদ্দেশে বার্তা, ও ভাল আছে, সুস্থ আছে। আর আগামীতে আরও ভাল অনুভব করবে ও।'

সুতপার পরিবার থেকে আরও বলা হয়েছে, ' যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেখানে বাবিল কিছুজনের নাম নিয়েছে। যে ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে ওকে ভুল বোঝানো হয়েছে। বাবিল এমন কিছু মানুষের নাম নিয়েছিল যাঁদের ও সম্মান করে আর বিশ্বাস করে সিনেমার জগতে তাঁদের অবদান আছে। সংবাদমাধ্যমের কাছে আমার আর্জি, ভিডিওর একটা অংশ দেখে খবর করবেন না।'