কলকাতা: সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ সরে গিয়েছিলেন তিনি। আর তার আগেই, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, তিনি কাঁদতে কাঁদতে কিছু কথা বলছেন, তাঁর অধিকাংশই অর্থহীন, অসংলগ্ন। আর তার মধ্যে বেশ কিছু নাম নিয়েছিলেন তিনি। এর মধ্যে রয়েছেন অনন্যা পাণ্ড্য, অরিজিৎ সিংহ, সিদ্ধান্ত চতুর্বেদীর নাম। তবে এরপরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছিলেন তিনি। এরপরে তাঁর টিম থেকে জানানো হয়, তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। এরপরে আজ সোমবার সোশ্যাল মিডিয়ায় ফের ফিরে এলেন বাবিল খান (Babil Khan)। ইরফার পুত্র। অনুরাগীদের নিশ্চিন্ত করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট ফিরিয়ে এনেছেন বাবিল খান। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর টিমের তরফ থেকে দেওয়া বিবৃতিটি শেয়ার করে নিয়েছেন। সেই সঙ্গে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বাবিলের ইন্সটাগ্রাম স্টোরিতে দেখা যায় কুবরা সেটের ভাগ করে নেওয়া বিবৃতিটি। সেখানেই অভিনেতা কৃতজ্ঞতা জানান সকলকে। তিনি লেখেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ। আমার একটি ভিডিওর অত্যন্ত ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি অনন্যা পাণ্ড্য, শানায়া কাপূর, গৌরব আদর্শ, অর্জুন কাপুর, রাঘব জুয়াল, অরিজিৎ সিংহের-এর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম।’ এরই সঙ্গে একসঙ্গে বাবিল জানিয়ে দেন তিনি ক্লান্ত। বাবিল লিখেছেন, ‘এর থেকে বেশি কিছু বলার শক্তি আমার এই মুহূর্তে এখন নেই। তবে আমার সহযোগীদের জন্য এইটুকু লিখতেই হচ্ছে, আমি ওঁদের শ্রদ্ধা করি।’
এর আগে সোশ্যাল মিডিয়ায় বাবিলের টিমের তরফ থেকে লেখা হয়েছিল, 'বাবিল খানের পরিবার ও টিমের তরফ থেকে এটা জানানো হচ্ছে। বাবিল গত কয়েক বছর ধরে নিজের কাজের জন্য দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন। সেই সঙ্গে, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্যও প্রশংসা পেয়েছেন। কিন্তু আর সবার মতো, বাবিলের জীবনেও কঠিন দিন আসতে পারে। ধরে নিন, এখন বাবিলের জীবনে তেমনই একটা সময় চলছে। তবে যাঁরা ওর ভাল চান, তাঁদের উদ্দেশে বার্তা, ও ভাল আছে, সুস্থ আছে। আর আগামীতে আরও ভাল অনুভব করবে ও।'
বাবিল আজ সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে একটি ছবিও শেয়ার করে নিয়েছেন। অন্যদিকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর অনন্যা পাণ্ড্য, অরিজিৎ সিংহদের। অনন্যা, সিদ্ধান্ত ও অন্যান্যরা বাবিলের স্টেটাসে লাভ রিয়্যাক্ট করেছেন।