আয়ুষ্মানের মতে, যে কোনও তরুণ অভিনেতাই অমিতাভের উচ্চতায় পৌঁছনোর স্বপ্ন দেখে। লিখেছেন, 'বচ্চনরা তৈরি হয় না, বচ্চনরা জন্মায়।' অর্থাৎ, চাইলেই কেউ অমিতাভ হতে পারে না। অমিতাভের মতো কিংবদন্তিরা ঈশ্বরপ্রদত্ত গুণের অধিকারী।
ভক্তদের আয়ুষ্মান জানিয়েছেন, ছোটবেলায় অমিতাভের "হম" সিনেমাটি দেখার পরই অভিনয়ের জগতে প্রবেশ করার স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। চণ্ডীগড়ের স্কুলে পড়ার সময় মুকেশ মিলস -এ একটি টেলিভিশন শোয়ের শ্যুটিং করেন আয়ুষ্মান। যে কারখানায় হম সিনেমার বিখ্যাত "জুম্মা চুম্মা দে দে" গানটির শ্যুটিং হয়েছিল। একই জায়গায় জীবনে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আয়ুষ্মানের মনে হয়েছিল, কিছু একটা অর্জন করলাম।
সুজিত সরকারের ভিকি ডোনার সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন আয়ুষ্মান। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, 'নিজের প্রতিভা দেখানোর হাজারটা সুযোগ পেয়েছি। এই জীবনটা বাঁচার জন্য আমি একশো জীবন ত্যাগ করতে পারি।'