নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। জানালেন সেনা প্রধান জেনারেল এম এম নারাভানে। তিনি বলেছেন, দুপক্ষের সেনা কম্যান্ডারদের মধ্যে একের পর এক বৈঠকে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে, যা যা মতপার্থক্য আছে, সবই মিটিয়ে ফেলা হবে।

সেনা প্রধান বলেছেন, তিনি সকলকে আশ্বস্ত করছেন, যে গোটা ভারত-চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কর্পস কম্যান্ডার স্তরে টানা আলোচনা চলছে, সমান পদমর্যাদার কম্যান্ডারদের মধ্যেও আঞ্চলিক স্তরে কথাবার্তা চলছে।  এর ফলে উত্তেজনা অনেকটা কমেছে, তাঁদের আশা, আলোচনার ফলে মতপার্থক্য পুরোটাই মিটিয়ে ফেলা যাবে।

লাদাখের প্যাংগং হ্রদ এলাকায় মে মাসের শুরুতে চিনা আগ্রাসন নিয়ে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর আসে। শোনা যাচ্ছিল, চিনা সেনারা ওই হ্রদ মোটরবোটে টহল দিচ্ছে, চিনা কপ্টারও ঢুকে পড়েছে এলাকায়। উপগ্রহ থেকে তোলা ছবিতেও দেখা যায়, প্যাংগং থেকে ২০০ কিলোমিটার দূরে একটি বিমান বন্দরে ৪টি চিনা যুদ্ধবিমানের উপস্থিতি।  ভারত জানায়, চিনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার চলাচলে বাধা দিচ্ছে, এ নিয়ে দুপক্ষের সেনা কম্যান্ডারদের মধ্যে এ মাসের ৬ তারিখ উচ্চ পর্যায়ের আলোচনা হয়। এখনও পর্যন্ত পাঁচ দফা আলোচনা হয়েছে। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে সেনা প্রধান, বায়ুসেনা প্রধান ও নৌসেনা প্রধান বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াতও।