ফেসবুক, টুইটার ও হোয়াটসঅ্যাপে এটি ভাইরাল হয়ে গিয়েছে। ঝাঁসি পুলিশ অবশ্য যাবতীয় গুজব উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, নন্দনপুরার কাঁসিরাম পার্কের এই ঘটনা নির্ঘাত কেউ ইচ্ছে করে ঘটিয়েছে। অপরাধীকে শিগগিরই গ্রেফতার করা হবে, জানিয়েছে তারা। ঝাঁসির পার্কে ‘ভূতে’র উপদ্রব, ভাইরাল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2020 02:51 PM (IST)
ঝাঁসি পুলিশ অবশ্য যাবতীয় গুজব উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, নন্দনপুরার কাঁসিরাম পার্কের এই ঘটনা নির্ঘাত কেউ ইচ্ছে করে ঘটিয়েছে। অপরাধীকে শিগগিরই গ্রেফতার করা হবে, জানিয়েছে তারা।
ঝাঁসি: রাতের অন্ধকারে পার্কে হঠাৎ দুলে উঠল একটি যন্ত্র, যাতে বসে দুহাত দিয়ে তা টেনে নামিয়ে শরীরচর্চা করেন উৎসাহীরা। অথচ কোনও মানুষ তাতে নেই। উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর ঝাঁসিতে এমন ভূতের উপদ্রবে সোশ্যাল মিডিয়ার চোখ কপালে উঠেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ওপেন জিম। দাঁড়িয়ে কয়েকজন পুলিসকর্মী। আচমকা সেখানে দুই সেট শোলডার প্রেস মেশিন নিজে থেকে চলতে শুরু করল। ঘটনার ভিডিও করে নিলেন ওই পুলিশরা। দেখুন ভিডিওটি। এটি শেয়ার করেছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।