মুম্বই: 'মিমি' ছবিতে বেশ প্রশংসিত হয়েছিল বলি তারকা কৃতি শ্যাননের অভিনয়। কমেডি ড্রামা ঘরানার ছবিতে 'সারোগেট মাদার' হিসেবে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স সাধারণ মানুষের মন জয় করেছিল। যদিও আপাতত কৃতি শ্যানন ব্যস্ত তাঁর আগামী ছবি 'বচ্চন পাণ্ডে'-এর ডাবিংয়ে। এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।
ইতিমধ্যেই তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর চরিত্রের এক ঝলক প্রকাশ করেছেন। এই অ্যাকশন কমেডি ঘরানার ছবিতে তাঁর চরিত্রের নাম 'মায়রা'। ছবিতে থাকছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।
কৃতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ডাবিংয়ের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, 'বচ্চন পাণ্ডে!!! এটা খুব স্পেশ্যাল!! আমাদের একসঙ্গে তৃতীয় নম্বর।'
সূত্রের খবর, এই ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে কৃতি শ্যাননকে। বলিউডের খিলাড়ির সঙ্গে এই নিয়ে দ্বিতীয় বার কাজ করছেন তিনি। এর আগে 'হাউসফুল ৪' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।
কবে মুক্তি পাচ্ছে 'বচ্চন পাণ্ডে'? ('Bachchan Pandey' Cast, Release Date)
'বচ্চন পাণ্ডে' ছবিতে আরশাদ ওয়ারসি, পঙ্কজ ত্রিপাঠী ও প্রতীক বব্বরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ফারহাদ সামজি পরিচালিত এই ছবিটি পর্দায় মুক্তি পাওয়ার কথায় ২০২২ সালের ২৬ জানুয়ারি। এই বছরের শুরুর দিকে জয়সলমীরে ছবির শ্যুটিং শুরু হয়।
আর কী কী কাজ করছেন কৃতি? (Kriti Sanon’s Upcoming Films)
টিনসেল টাউন ডিভা কৃতি শ্যানন বলিউডে পা রেখেছিলেন 'হিরোপন্তি' ছবির মাধ্যমে, কাজ করেছিলেন টাইগার শ্রফের বিপরীতে। আপাতত বেশ কিছু প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। তাঁর 'ভেড়িয়া', 'গণপথ', 'হম দো হমারে দো' ছবিগুলির কাজ চলছে পুরোদমে।
এছাড়া দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গেও স্ক্রিন শেয়ার করবেন কৃতি শ্যানন। ওম রাউতের 'আদিপুরুষ' ছবিতে তাঁদের একসঙ্গে দেখতে পাবেন দর্শকেরা। ছবিতে সেফ আলি খান ও সানি সিংহকেও দেখতে পাওয়া যাবে।
তাঁর আগামী একাধিক ছবির জন্য তিনি জুটি বাঁধবেন রাজকুমার রাও, বরুণ ধাওয়ান ও টাইগার শ্রফের সঙ্গে।