মুম্বই: করোনাকালে ওটিটি প্ল্যাটফর্মই ছিল একমাত্র বিনোদনের সঙ্গী। পরিস্থিতি আগের থেকে খানিকটা ভালো হলেও বিপদ কাটেনি। তাই সিনেমা হলে ৫০% ই বরাদ্দ দর্শকের জন্য। অগত্যা ভরসা অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্সের মতো জায়ান্ট ওটিটি প্ল্যাটফর্ম। নিরাশ করছে না অনলাইন স্ট্রিমিং। সামনেই মুক্তি পাচ্ছে ইমরান হাসমির হরর ছবি দিবুক।


উৎসবের মরশুমে শুরু হয়েছে প্ল্যাটফর্ম সিজন লাইন আপ। অক্টোবরে তারই শুরু হতে চলেছে দিবুক-এর হাত ধরে। মালয়ালম ছবি ইজরা-র হিন্দি রিমেক দিবুক। এই ছবির পাশাপাশি তামিল ছবি উড়ানপিরাপ্পে-ও মুক্তি পাবে পুজোর মাসে। এই দুই ছবি ছাড়াও অনেক সিনেমা রয়েছে ফেস্টিভ সিজন লাইন আপে। পৃথ্বীরাজ সুকুমারামের ভ্রমম, ভিকি কৌশলের উধম সিং -এর মুক্তি রয়েছে পাইপলাইনে।


আরও পড়ুন, সৃজিতের পরিচালনায় বাঙালির সবচেয়ে প্রিয় গোয়েন্দাকে নিয়ে আসছে 'হইচই'


এই লাইন-আপে প্রাইম ভিডিওর স্ট্যান্ড-আপ কমেডি সিরিজ ওয়ান মাইক স্ট্যান্ডের দ্বিতীয় সিজনও স্ট্রিম হবে। তামিল তারকা সুরিয়ার হত্যার রহস্য 'জয় ভীম'ও উৎসবের মরশুমের ছবি মুক্তির লাইন আপে রয়েছে। ব্লকবাস্টার ইন্ডিয়ান টাইলস ছাড়াও, অ্যামাজন প্রাইম ভিডিও 'জাস্টিন বিবার: আওয়ার ওয়ার্ল্ড' -এর মতো ইন্টারন্যাশনাল সিরিজগুলিও স্ট্রিমিং হবে অ্যামাজন প্রাইমে। এটি মূলত একটি ডকুমেন্টারি যা বিশ্বব্যাপী জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা তারকা জাস্টিন বিবারের জীবনকে ব্যক্ত করে।


এছাড়াও নানা কিডস সিরিজও আসছে এই ওটিটি প্ল্যাটফর্মে। হরর ড্রামা ' আই নট হোয়াট ইউ ' ডিড লাস্ট সামার ', এবং' ম্যারাডোনা: ব্লেসড ড্রিম ' - সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনার জীবনের উপর ভিত্তি করে একটি বিশেষ সিরিজও এই প্ল্যাটফর্মে দেখা যাবে। এই তালিকায় যোগ হচ্ছে দেব প্যাটেল অভিনীত 'দ্য গ্রিন নাইট', মধ্যযুগীয় ফ্যান্টাসি সের গাওয়েন এবং গ্রিন নাইটের কাহিনীও।


আরও পড়ুন, আদালতের দৃশ্যে মদ্যপান দেখিয়ে বিড়ম্বনায় কপিল শর্মা শো, দায়ের FIR


সম্প্রতি, অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে কার্গিল যুদ্ধের শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিক 'শেরশাহ'। ছবিটি পরিচালনা করেছেন বিষ্ণুবর্ধন। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্র। যা ইতিমধ্যেই নজর কেড়েছে সিনেপ্রেমীদের।