মুম্বই: পুলওয়ামা জঙ্গিহানার প্রতিবাদ চলায় ২ ঘণ্টা শ্যুটিং বন্ধ রাখলেন মেগাস্টার অমিতাভ বচ্চন ও প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ।
গত বৃহস্পতিবারের ভয়াবহ জঙ্গি হামলার বিরুদ্ধে রবিবার গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে প্রতিবাদ জানায় ২৪টি সংস্থা। সেই সময় বিজ্ঞাপনী শ্যুটিং করছিলেন সেহবাগ, হরভজন সিংহ, সুরেশ রায়না, মহম্মদ কঈফ, ভিভিএস লক্ষ্মণ সহ অন্যান্যরা। সেই প্রতিবাদে অংশ নিতে স্বেচ্ছায় প্রায় ২ ঘণ্টা শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। সহবাগ বলেন, জওয়ানদের জন্য যা করা হচ্ছে, তাঁদের বলিদানের তুলনায় নগন্য। আমরা তাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানাতে চাই এবং সেই প্রতিবাদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিই। আমরা ব্যথিত। তবে, আশা যে ভবিষ্যতে ভাল দিন আসবে। হরভজন জানান, জওয়ানদের এই আত্মত্যাগ বিফলে যাবে না। বলেন, এটা কঠিন সময়। এখন সকলের উচিত একতা বজায় রাখা, যাতে ওরা আমাদের না ভাঙতে পারে। আমাদের সবসময় রক্ষা করার জন্য আমরা সেনাদের প্রতি কৃতজ্ঞ। ক্রিকেটার বা অভিনেতা-- আমরা কেউ-ই হিরো নই। দেশের আসল হিরো হল সেনা।
এদিনের প্রতিবাদে অংশ নিয়েছিলেন চিত্রনাট্যকার থেকে শুরু করে মেক-আপ আর্টিস্ট, পোশাক, জুনিয়র আর্টিস্ট, সম্পাদক, অ্যাকশন এবং নৃত্যশিল্পীরা। সেখানে আসন্ন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ের জন্য উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন। প্রতিবাদে তিনি সক্রিয়ভাবে অংশ না নিলেও, ভেতরে বসেছিলেন শ্যুটিং বন্ধ করে। তবে, অভিনেত্রী নিয়া শর্মা, ইশা কোপিক্কর এবং পরিচালক মুকেশ ছাবরা সকলেই অংশ নেন প্রতিবাদে।
চলচ্চিত্র ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়, কোনও ছবিতে পাক শিল্পীদের নেওয়া হবে না। তাঁদের সম্পূর্ণ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী, কোনও পাক গায়কের গানও বলিউডের ছবিতে দেখা যাবে না।