ফের একসঙ্গে দেখা যাবে সাক্ষী তানওয়ার ও রাম কপূরকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Aug 2017 02:04 PM (IST)
মুম্বই: হিট সিরিয়াল বড়ে আচ্ছে লাগতে হ্যায়-তে তাঁদের দেখা গিয়েছিল রাম ও প্রিয়ার চরিত্রে। টেলিভিশনের সেই হিট জুটি রাম কপূর ও সাক্ষী তানওয়ারকে আবার দেখা যাবে নতুন একটি টিভি শো-তে। এপিক চ্যানেলে তেওহার কি থালি নামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করতে চলেছেন সাক্ষী। এখানে সাক্ষীকে দেখা যাবে নানা ধরনের রান্না করতে। রাম কপূর সেখানেই অতিথি হিসেবে আসবেন। বড়ে আচ্ছে লাগতে হ্যায়-এর এই জনপ্রিয় জুটি তাঁদের অসামান্য বোঝাপড়ার জন্য দর্শকমন জিতে নিয়েছিলেন। এরপর একতা কপূরের প্রোডাকশন হাউসের জন্য তাঁরা কাজ করেছেন করলে তু বি মোহব্বত ওয়েব সিরিজে। প্রথম সিজনে রাম করেছেন মদ্যপের চরিত্র, সাক্ষী একজন থেরাপিস্ট। তাঁদের বোঝাপড়া এবারেও দর্শকদের আনন্দ দিয়েছে। চলছে দ্বিতীয় সিজন তৈরির কাজ।