প্রকাশ্যে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’-র টিজার, বরুণ শুধু রয়েছেন, আলিয়া কোথায়?
ABP Ananda, Web Desk | 31 Jan 2017 09:29 AM (IST)
মুম্বই: মুক্তি পেল ধর্মা প্রোডাকশনের আগামী ছবি ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’-র টিজার। বদ্রীনাথ বনশলের ভূমিকায় বরুণ ধাওয়ার চোখ কেড়েছেন। কিন্তু মুশকিল হল, টিজারে একা বরুণই আছেন। আলিয়া ভট্ট কোথায়? অন্য সব ছবির টিজারের থেকে এই টিজার একটু অন্যরকম। দেখা যাচ্ছে, বরুণ এখানে ফটোগ্রাফারকে পোজ দিতে ব্যস্ত। সম্ভবত তাঁর বিয়ের জন্য ছবি তোলা হচ্ছে। ২০১৪-র হাম্পটি শর্মা কি দুলহনিয়া-র সিকোয়েল এই ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’। চলুন, দেখা যাক টিজারটি