কলকাতা: তাঁর বিয়ের জল্পনা নিয়ে সরগরম মায়ানগরী। অতীত ভুলে নাকি ফের নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি, এমনকি সেই সম্পর্ক এগিয়েছে বিয়ের পিঁড়ি পর্যন্ত? খুব তাড়াতাড়ি নাকি বান্ধবী পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি (Ishaa Rikhi)-কে? 


কিন্তু জল্পনার নিরসন একটা পোস্টেই। বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় র‌্যাপার বাদশার বিয়ে নিয়ে চর্চা চলছে, সেই চর্চা জায়গা করে নিয়েছে সংবাদমাধ্যমেও। অভিনেত্রী ইশা রিখির সঙ্গে নাকি একটা পার্টিতে আলাপ হয় তাঁর, সেখান থেকেই ঘনিষ্ঠতা। প্রসঙ্গত বাদশার এর আগেও একটি বৈবাহিক সম্পর্ক ছিল। তাঁর এক মেয়েও রয়েছে। কিন্তু বাদশার মেয়ে এখন থাকে মায়ের সঙ্গে। আর সেই অতীত ভুলিয়ে নাকি আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন র‌্যাপার? কিন্তু রবিবার রাতে তিনি একটি পোস্ট করেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি স্টোরি পোস্ট করে তিনি লেখেন, 'আমি সবাইকে, সংবাদমাধ্যমকে সম্মান করি কিন্তু এই খবর ভিত্তিহীন। আমি মোটেই বিয়ে করছি না। যাঁরা এই খবর ছড়িয়েছেন তাঁদের আরও ভাল গল্পের প্রয়োজন ছিল।'


র‌্যাপার বাদশা ভালবেসে ঘর বেঁধেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী জ্যাসমিনের সঙ্গে। কিন্তু লকডাউনের সময় থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। এবং তারপরে বিবাহ বিচ্ছেদ। সেই সময় থেকেই গুঞ্জন ছিল ইশার সঙ্গে প্রেম করছেন বাদশা। যদিও এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ইশা বা বাদশা কেউই। 



 


প্রসঙ্গত, বলিউডে এখন বিয়ের সানাই। সম্প্রতি তুঙ্গে উঠেছে পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চড্ডা (Raghav Chadha)-র বিয়ের গুঞ্জন। সূত্রের খবর, একে অপরের সঙ্গে ডেট করছেন তাঁরা। শুধু তাই নয়, দুই পরিবার দিনক্ষণ ঠিক করতে ব্যস্ত তাঁদের রোকা অনুষ্ঠানের। তবে এখনও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। এই জল্পনা আরও এক রাজনৈতিক ব্যক্তিত্বের ট্যুইট। সম্প্রতি সঞ্জীব অরোরা রাঘব ও পরিণীতির ছবি একসঙ্গে ট্যুইট করে লেখেন, 'রাঘব ও পরিণীতিকে অনেক শুভেচ্ছা। ওদের মিলন যেন প্রেমের প্রাচুর্য্যে, আনন্দে ও একে অপরের সঙ্গতে ভরে ওঠে। আমার শুভেচ্ছা।' এই ট্যুইটটি কয়েক গুণ জল্পনা বাড়িয়েছে তাঁদের সম্পর্কের। শোনা যাচ্ছে, স্বরা ভাস্বরের পরে খুব তাড়াতাড়িই সাত পাকে বাঁধা পড়বেন আরও এক রাজনীতি ও বিনোদন দুনিয়ার মানুষ। ইতিধ্যেই একাধিকবার সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজেদের সম্পর্ক নিয়ে প্রশ্ন এড়িয়েছেন রাঘব ও পরিণীতি। 


আরও পড়ুন: Sunil Grover: মানুষকে হাসাতে পারি সেটা কেরিয়ারের শুরুতে বুঝতাম না: সুনীল গ্রোভার