কলকাতা: তিনি যে কমেডিয়ান হিসেবে কাজ করতে পারেন, সেটা বোঝেননি অভিনেতা। সম্প্রতি কপিল শর্মার শো-তে এসে নিজের কেরিয়ার নিয়ে অকপট অভিনেতা সুনীল গ্রোভার (Sunil Groover)। ৪৫ বছরের এই অভিনেতা সাক্ষাৎকারে জানিয়েছেন, মানুষকে হাসানোর ক্ষমতা যে তাঁর রয়েছে, সেটা জানতেনই না তিনি। 


সম্প্রতি কপিলের সঙ্গে সাক্ষাৎকারে, আড্ডায় সুনীল বলেন, 'আমি কখনও জানতাম না মানুষকে হাসানোর ক্ষমতা রয়েছে আমার। আমি কেবল মানুষের বিভিন্ন হাবভাব নকল করতাম। দেখতাম মানুষ তাতে মজা পাচ্ছেন, হাসছেন। একটা সময়ের পরে আমার মনে হয়, এই মানুষকে হাসানোই আমার অর্থ উপার্জনের পথ হতে পারে। এরপরে আমি থিয়েটার নিয়ে পড়াশোনা করি, স্নাতকোত্তর হই। কিন্তু সেইসময় মানুষের কাছে পৌঁছনো এত সহজ ছিল না। সোশ্যাল মিডিয়া ছিল না। 'কনটেন্ট ক্রিয়েটার' শব্দটাই মানুষ হয়তো জানতেন না। আমি বুঝতে পারতাম না কোথা থেকে আর ঠিক কীভাবে আমার কাজ শুরু করা উচিত।'                                                   


পর্দায় কমেডি ছবির একটি নিজস্ব ঘরানা তৈরি করেছেন সুনীল। তাঁর কথায়, 'পর্দায় কমেডি করার নানা ভাষা, নানা ধরণ। সেটা হতে পারে মূক অভিনয়, হতে পারে রিয়্যালিস্টিক কমেডি, স্ল্যাপস্টিক, ওভার দ্য টপ ইত্যাদি। যে কোনও ভাবেই মানুষকে হাসানো যায়। কোন কাজের জন্য কোন ধরণের কমেডি করবেন, সেটা বেছে নিতে হয় শিল্পীকেই।'


সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে একাধিক কাজ করেছেন সুনীল। তিনি বলছেন, 'আমি ওটিটিতে কাজ করছি কারণ এখানে ভাল চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি। আমার বিভিন্ন মিজিয়ামে অভিনয় করতে, ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে ভাল লাগে। সে ওটিটি হোক বা ছবি, যেখানে আমি মনোমত চরিত্র পাব, সেখানেই কাজ করব।' প্রসঙ্গত, জি ফাইভের নতুন একটি সিরিজে দেখা যাবে সুনীল গ্রোভারকে। সিরিজটির নাম 'United Kacche'। ৩১ মার্চ মুক্তি পেয়েছে এই সিরিজটি। 


আরও পড়ুন: Parineeti Chopra: 'কোনদিনও রাজনীতিবিদকে বিয়ে করব না',কেন বলেছিলেন পরিণীতি?