২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘বাহুবলী টু’। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ প্রচণ্ড জনপ্রিয় হওয়ায় দ্বিতীয়টি নিয়ে স্বাভাবিকভাবেই প্রত্যাশা তুঙ্গে। মুক্তির আগেই ৫০০ কোটি ‘বাহুবলী টু’!!!
ABP Ananda, Web Desk | 02 Feb 2017 12:52 PM (IST)
মুম্বই: কাটাপ্পা কেন বাহুবলীকে খুন করলেন? জবাব পেতে উদগ্রীব গোটা সিনেমা বিশ্ব। আর সেই জবাব নিয়ে শিগগিরই মুক্তি পেতে চলেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক এস এস রাজামৌলির ছবি ‘বাহুবলী টু’। সংবাদমাধ্যম জানাচ্ছে, মুক্তির আগেই ৫০০ কোটি টাকা রোজগার করে ফেলেছে ছবিটি। অতএব দঙ্গল, সুলতান চলে যাচ্ছে পিছনের সারিতে। ‘বাহুবলী টু’-ই এ বছরের সবথেকে প্রতীক্ষার ছবি। স্রেফ থিয়েট্রিক্যাল ও স্যাটেলাইট রাইটস বিক্রি করেই ছবিটি বিরাট ব্যবসা করেছে। হিন্দি ভার্সন আনছে কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশনস। এছাড়াও মুক্তি পাচ্ছে, তামিল, তেলুগু ও মালয়ালমে। শুধু হিন্দির থিয়েট্রিক্যাল রাইটস বেচেই ছবিটি কামিয়েছে ১২০ কোটি টাকা। ‘বাহুবলী টু’-তে রয়েছেন প্রভাস, রানা ডাগ্গুবাতি, অনুষ্কা শেট্টি ও তমন্না। তেলুগু ছবির থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি করে ১৩০ কোটির বেশি উপার্জন করেছে ছবিটি। তামিলনাড়ুতে ডিস্ট্রিবিউশন রাইটস থেকে এসেছে ৪৭ কোটি, কর্নাটক থেকে ৪৫ কোটি ও কেরল থেকে ১০ কোটি। এক টেলিভিশন চ্যানেলে হিন্দি ভার্সনের স্যাটেলাইট রাইটস বিক্রি হয়েছে ৫১ কোটিতে।