সঞ্জয় দত্তের ভুল থেকে যুবসমাজের শিক্ষা নেওয়া উচিত, বললেন রণবীর
ABP Ananda, Web Desk | 02 Feb 2017 11:01 AM (IST)
মুম্বই: বলিউডের নামি তারকা থেকে ইয়েরওয়াড়া জেলের অন্ধকার- এক জীবনে সবটাই দেখেছেন সঞ্জয় দত্ত। তাঁর জীবনীভিত্তিক ছবিতে এই সবই পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে চলেছেন রাজকুমার হিরানি। ছবিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কপূর। তিনি মন্তব্য করেছেন, সঞ্জয়ের করা একের পর এক ভুল থেকে শিক্ষা পাবে যুবসমাজ। এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন, এই বায়োপিক কিছু শিক্ষা দেবে। মানুষের বারংবার ভুল, বাবা-ছেলের আবেগময় সম্পর্ক, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক, মহিলাদের সঙ্গে সম্পর্ক। এই ছবি আবেগময়, মজার, একইসঙ্গে দুঃখেরও। সব মিলিয়ে তিক্তমধুর। সঞ্জয়ের করা ভুল থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু শেখার আছে। রণবীর, সঞ্জয়ের ২ ছেলেমেয়ের সঙ্গে তবে ‘রকস্টার’ রণবীরের কাছে সঞ্জয় প্রকৃত রকস্টার। তাঁর কথায়, সঞ্জয় নিজের শর্তে জীবন কাটিয়েছেন। ভুল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি, তার দাম চুকিয়েছেন। তাঁর প্রথম ছবির প্রিমিয়ারের ঠিক আগে মা নার্গিসের মৃত্যু হয়েছে। নিয়মিত নিষিদ্ধ ড্রাগ নেওয়া, জঙ্গি হিসেবে চিহ্নিত হওয়া, একাধিক ব্যর্থ বিবাহ, কঠোর শাস্তি.. এটা কোনও প্রোপাগান্ডা ফিল্ম নয়, সঞ্জয় দত্ত যেমন, ঠিক তেমনই দেখানো হচ্ছে এখানে। এ বছর বড়দিনে মুক্তি পাবে ছবিটি।