কলকাতা: অনু কপূর (Annu Kapoor) পরিচালিত 'হামারে বরা' (Hamare Baarah) ছবিটিকে নিষিদ্ধ করল কর্ণাটক সরকার। সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রের খবর, কর্ণাটকে আপাতত ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ছবি। সেই সঙ্গে এও বলা হয়েছে, আগামী কোনও নোটিস আসা পর্যন্ত বন্ধই থাকবে এই ছবির প্রদর্শন। কিন্তু যে ছবিতে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড, সেই ছবি নিয়ে কেন এই সিদ্ধান্ত কর্ণাটক সরকারের?
সূত্রের খবর, সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এই ছবি ট্রেলার মুক্তির পর থেকেই বিভিন্ন সংস্থার কাছ থেকে আবেদন আসতে থাকে এই ছবিতে নিষিদ্ধ ঘোষণা করার জন্য। সেই সমস্ত আবেদনকে মান্যতা দিয়েই আপাতত ছবির প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও বলা হয়েছে, জাতিগত সমস্যা যাতে কোনওরকমভাবে উস্কানি না পায়, সেই কারণেই এই সিদ্ধান্ত। কর্ণাটক সিনেমা রেগুলেশন অ্যাক্ট ১৯৬৪-এর সেকশন ১৫-র ১ এবং সেকশন ১৫-৫ ধারা অনুযায়ী (Karnataka Cinema Regulations Act 1964, sections 15(1) and 15(5)) এই ছবির প্রদর্শন সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমন কী রয়েছে এই সিনেমায় যে কারণে বিতর্ক?
মুক্তির আগেই বারে বারেই বিরোধিতার মুখে পড়েছে এই ছবি। এই সিনেমার ট্রেলার মুক্তির পরেই অভিযোগ করা হয়েছিল, এই ছবিতে একাধিক এমন দৃশ্য রয়েছে যা ধর্মীয় উস্কানিমূলক ও সমাজে এর খারাপ প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, এই ছবিকে একটা গোটা প্রজন্মের জন্য 'বিষ' বলেও উল্লেখ করেছেন অনেকেই। অনেকের মতে, এই ছবি সমাজে ধর্মীয় উস্কানির কাজ করতে পারে, কুপ্রভাব বা ভুল বার্তা ছড়াতে পারে ধর্ম নিয়ে। সেই কারণেই এই ছবির মুক্তি সমাজের জন্য ক্ষতিকারক। প্রসঙ্গত, এই ছবি মে মাসের ৩০ তারিখেই মুক্তি পেয়ে গিয়েছিল। তবে এই বিতর্কের পরে ওটিটি প্ল্যাটফর্মগুলি থেকে আপাতত এই ছবিটিকে সরিয়ে নেওয়া হয়েছে।
সম্প্রতি এই ছবি ও একে ঘিরে বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক অনু কপূর। তিনি অনুরোধ করেছিলেন, কেবল ট্রেলার দেখে সিদ্ধান্তে উপনীত না হতে। প্রথমে পুরো ছবিটি দেখতে ও তারপরে সিদ্ধান্ত নিতে যে আদৌ ছবিটি সমাজের জন্য ক্ষতিকারক কি না।
আরও পড়ুন: Kangana Ranaut: বিমানবন্দরে সপাটে চড় কঙ্গনাকে, অভিনেত্রীর তোপের মুখে এবার বলিউডও!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।