বেশিরভাগ সমালোচক ছবিটির প্রশংসা করেছেন। ছবিতে আয়ুষ্মানের সঙ্গে রয়েছেন ভূমি পেডনেকর, ইয়ামি গৌতম প্রমুখ। আয়ুষ্মান বলিউডের নয়া হিট মেশিন, চতুর্থ দিনেই বালা-র রোজগার ৫০ কোটি টাকা
ABP Ananda, Web Desk | 12 Nov 2019 01:17 PM (IST)
এখনও পর্যন্ত এটাই আয়ুষ্মানের সব থেকে ভাল ওপেনিং পাওয়া ছবি।
মুম্বই: আয়ুষ্মান খুরানার সর্বশেষ ছবি বালা বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। প্রথম দিনের রোজগারেই রেকর্ড করা ছবিটি ৪ দিনে টপকে গিয়েছে ৫০ কোটি টাকা। এখনও পর্যন্ত এটাই আয়ুষ্মানের সব থেকে ভাল ওপেনিং পাওয়া ছবি। গতকাল স্কুল কলেজ, অফিস কাছারি খোলা থাকা সত্ত্বেও বালা দিব্যি চলেছে রমরমিয়ে। রোজগার করেছে ৮.২৬ কোটি টাকা। আয়ুষ্মানের এর আগের ছবি ড্রিম গার্ল-এর তুলনায় বেশ ভাল, ড্রিম গার্ল চতুর্থ দিনে ৭.৪৩ কোটি টাকার ব্যবসা করে। প্রথম দিন বালা-র রোজগার ছিল ১০.১৫ কোটি টাকা, দ্বিতীয় দিন ১৫.৭৩ কোটি টাকা আর রবিবার ১৮.০৭ কোটি। সব মিলিয়ে ৪ দিনে রোজগার ৫২.২১ কোটি টাকা। বাজারের খবর, আজও ভাল ব্যবসা করতে চলেছে ছবিটি। আজ ছুটির দিন, ফলে দর্শকরা বালা দেখতে হলে আসতেই পারেন।