‘বালিকা বধূ’-তে ফের পরিবর্তন! চিনে নিন নতুন চরিত্রদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2016 03:43 PM (IST)
1
১. কালার্স চ্যানেলে ‘বালিকা বধূ’ সিরিয়ালের সাংবাদিক বৈঠকে টিভি অভিনেত্রী গ্রেসি গোস্বামী (ছবি সৌজন্যে: প্রবীণ উত্তুরকর/ সোলারিস ইমেজেস)
2
সাংবাদিক বৈঠকে মাহি ভিজ ও রুসলান মমতাজ।
3
4
নতুন গল্পে দেখা যাবে রুসলান মমতাজ, মাহি ভিজ ও অবিনাশ সচদেবকে।
5
শিগগিরই শুরু হবে নয়া চরিত্রদের নিয়ে শ্যুটিং। এ মাসের শেষ থেকে দেখানো হবে নতুন প্রজন্ম নিয়ে গল্প।
6
‘বালিকা বধূ’ কালার্সের সব থেকে দীর্ঘ সময় ধরে চলা সিরিয়াল। এর গল্প ফের এগিয়ে যাচ্ছে এক প্রজন্ম। আসছেন নতুন মুখ, নিম্বোলির চরিত্রে মাহি ভিজ
7
‘বালিকা বধূ’-তে নিম্বোলি ওরফে নন্দনীর এই চরিত্রাভিনেত্রী শিগগিরই এই সিরিয়াল ছেড়ে যাবেন