কলকাতা: ভগ্নপ্রায় বাড়ির উঠোনের ওপর মণ্ডপ করে তৈরি করা হয়েছে ছবির সেট। ঝাড়লন্ঠন, আসবাবপত্রে বেশ পুরনো পুরনো গন্ধ... সেখানেই বোনা হচ্ছিল 'রূপকথা'-র গল্প। হঠাৎ বিপর্যয়.. বাইরে ঝমঝম করে বৃষ্টি.. দুর্যোগ। কিছুক্ষণের মধ্যেই ফ্লোরে জল দাঁড়িয়ে গেল। তারপর? বল্লভপুরের অজানা রূপকথা বোনার গল্প এবিপি লাইভকে শোনালেন 'মনোহরদা', থুড়ি অভিনেতা শ্যামল চক্রবর্তী।     


পুরুলিয়ার করিমপুরের একটি বাড়িতে তৈরি হয়েছিল রূপকথা তৈরির আসর। শ্যামল বলছেন, 'গোটা বাড়িটার খুব দুরবস্থা। কিছু কিছু জায়গা প্রায় ভেঙে পড়বে বলে মনে হচ্ছে। বাড়ির বাইরের উঠোনে মণ্ডপ করে তৈরি করে নেওয়া হয়েছিল রাজবাড়ির বসার ঘরটা। একদিন আমি শট দিচ্ছি, হঠাৎ সবাই চিৎকার করে উঠল.. 'ফ্লোর ছাড়ো.. ফ্লোর ছাড়ো'। অনির্বাণ (ভট্টাচার্য্য়) (Anirban Bhattacharyya) চিৎকার করছে.. শ্যামলদা সরে যাও..। দেখলাম ঝাড়লন্ঠনটা ভয়ঙ্করভাবে দুলছে। বাইরে প্রবল ঝড়বৃষ্টি, ভেসে যাচ্ছে চারিদিক। মণ্ডপ দিয়ে জল ঢুকছে। শ্যুটিং বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ফ্লোরে জল দাঁড়িয়ে গেল। অনির্বাণ সব ছেড়ে দিয়ে পাশের ঘরে গিয়ে একটা চৌকিতে টানটান হয়ে শুয়ে পড়ল। আমার মনে হল.. ও যেন হাল ছেড়ে দিল।'                                                                                                                     


তারপর? শ্যামল যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন বল্লভপুরের সেই ফ্লোরটা। বলে চললেন, 'আমি অবাক হয়ে দেখলাম, গোটা টিমটার কি একতা! নিজের বাড়িতে জল ঢুকে গেলে মানুষ যে ক্ষিপ্রতার সঙ্গে সব পরিষ্কার করে, তেমনভাবেই ২ ঘণ্টার মধ্যে ওরা জল বের করে পুরো ফ্লোর শুকিয়ে দিল। আলো জ্বলে উঠল। শট শুরু হয়ে গেল। অনির্বাণও ফ্লোরে ফিরে এল। মনে হল.. বাঙালি নাকি কর্মবিমুখ? তা মোটেই নয়। মানুষ ইচ্ছা করলে সব পারে। বাঙালিও তাই।


আরও পড়ুন: Shah Rukh Khan: 'আপনি এত আকর্ষণীয় কীভাবে'? অনুরাগীর প্রশ্নে শাহরুখ যা উত্তর দিলেন...