কলকাতা: এই প্রথম পর্দায় একসঙ্গে কাজ করছেন তাঁরা। জুটি হিসেবেও। প্রথম আলাপ ছবির রিহার্সালে। কিন্তু দুজনেই নাকি সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। একজন কথা বলতে ভালবাসেন তো একজন চুপচাপ দেখতে। একজন অভিনয়ের সঙ্গে সঙ্গে নজর দিতে ভালবাসের ছবির তৈরির অন্যান্য দিকেও, অপরজনের ধ্যানজ্ঞান কিন্তু অভিনয়ই। বল্লভপুরের রাজা-রানী অর্থাৎ সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya) ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Banerjee) -এর অনস্ত্রিন-অফস্ক্রিন রসায়নের গল্প শুনল এবিপি লাইভ (ABP Live)। 


অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে সহকারী পরিচালকের কাজও করতেন সত্যম। অভিনেতা বলছেন, 'অভিনয় করতে গিয়ে আমার মনোনিবেশ করতে মাঝেমধ্যেই একটু সমস্যা হয়। যেহেতু দীর্ঘদিন সহকারী পরিচালকের কাজ করেছি, শ্যুটিং করতে করতে আমার আলো, সেট সবকিছুর দিকে নজর চলে যায়। এইসবের জন্য অনেকসময় সংলাপও ভুল করেছি, বকুনিও খেয়েছি পরিচালকের থেকে। তবে সুরঙ্গনা ভীষণ সিরিয়াস। খুব শান্ত হয়ে সেটে আসে। কোনদিন অভিনয়ে ভুল করতে দেখিনি ওকে। শ্যুটিং শেষ হয়ে যাওয়ার পরেই আমি ওর নাটক হ্যামলেট দেখতে গিয়েছিলাম। ওখানে সুরঙ্গনার পরিণত অভিনয় দেখে আমি মুগ্ধ।'                                               


আরও পড়ুন: Surangana Exclusive: ছন্দার চরিত্রে অভিনয়ের অনুপ্রেরণা শর্মিলা ঠাকুর, অনির্বাণের পরিচালনায় কাজ করে উচ্ছ্বসিত সুরঙ্গনা


আর সুরঙ্গনা? সত্যমের এই কথা শুনে হেসে ফেলে সুরঙ্গনার উত্তর, 'আমি মোটেই এতটা সিরিয়াস নই। কেবল সেটে চুপ করে সব কিছু দেখতে আমার ভাল লাগে। এতে আমার অভিনয়ে মন বসে। সত্যমদা নিজে সহকারী পরিচালক বলে ওঁর সবদিকে নজর থাকে। আমি এই অভ্যাসটা শ্রদ্ধা করি যথেষ্ট। আমার মনে হয়, সত্যমদা ছাড়া এই অভিনয়টা ওঁর চেয়ে ভাল আর কেউ করতেই পারতেন না। তবে কেবল আমি, সত্যমদা বা অনির্বাণদা নন, গোটা টিমের সবাই প্রাণ ঢেলে কাজ করেছেন। এখন কেবল দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষা।'