মুম্বই : করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় ছবি মুক্তির জন্য অপরিহার্য হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম । সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক মণিরত্নমের ওয়েব সিরিজ 'নবরস'। এই সিরিজকে কেন্দ্র করেই বিতর্ক দেখা দিয়েছে। শুধু তাই নয়, সিরিজে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরানের অপমান করা হয়েছে, এমন অভিযোগে সিরিজ ব্যান করার পাশাপাশি নেটফ্লিক্সকে ব্যান করারও দাবি উঠেছে। ট্যুইটারে মণিরত্নমের সিরিজ 'নবরস' বয়কটের দাবি জানানো হয়েছে।


পরিচালক মণিরত্নমের সিরিজ 'নবরস'-এ ৯টি আলাদা আলাদা গল্প নিয়ে তৈরি হয়েছে। শুধু তাই নয়, সিরিজের ৯টি আলাদা আলাদা গল্পের জন্য আলাদা আলাদা পোস্টারও তৈরি করা হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে এই সিরিজের 'ইনমাই' নামক গল্পের পোস্টারকে কেন্দ্র করে। এক পক্ষের নেটিজেনদের দাবি, এই পোস্টারে কোরানকে অসম্মান করা হয়েছে। শুধু সিরিজ কিংবা নেটফ্লিক্স বয়কটের দাবিই নয়, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের কড়া শাস্তিরও দাবি জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি তামিল সংবাদ মাধ্যমেও সিরিজের পোস্টার ছাপা হয়। তার বিরুদ্ধেও অনেকে ক্ষোভপ্রকাশ করেছেন। যদিও পরিচালক মণিরত্নম বা নেটফ্লিক্স কারও পক্ষ থেকেই এই বিষয় এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।


জানা যাচ্ছে, রাজা অ্যাকাডেমি নামে ভারতীয় সুন্নি নামের এক সংস্থা স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সের বিরুদ্ধে এমন সিরিজ দেখানোর প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেছে। তাদের মতও এই সিরিজের পোস্টারে পবিত্র কোরানের অপমান করে মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, কোরান কিংবা ইসলাম, কোনওটাই মানুষকে বিনোদন দেওয়ার জিনিস নয়। এতে আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে। তাই আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এমন কাজ দয়া করে করবেন না।' প্রসঙ্গত, 'নবরস' সিরিজে অভিনয় করেছেন, প্রকাশ রাজ, বিজ সেতুপতি, নাগা শৌর্য, অশোক সেলভন, পার্বতী-র মতো একঝাঁক দক্ষিণী তারকা।