নয়াদিল্লি: সদ্য রিলিজ হওয়া ছবি ‘হ্যাপি ভাগ জায়েগি’-কে নিয়ে মোটেই খুশি নয় পাকিস্তান। ‘ফ্যান্টম’, ‘উড়তা পঞ্জাব’ পাশের দেশে নিষিদ্ধ করার ক্ষেত্রে যুক্তি দেওয়া হয়েছিল, ওই দুই ছবিতে পাকিস্তান সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে। কিন্তু কেন চলবে না প্রেম-ভালবাসার বলিউডি ছবি ‘হ্যাপি ভাগ জায়েগি’? কীসের আপত্তি? শোনা যাচ্ছে, ডায়ানা পেন্টি, অভয় দেওল, জিম্মি শেরগিল অভিনীত ছবিটিতে একটি দৃশ্যে পাকিস্তানের ‘জাতির পিতা’ মহম্মদ আলি জিন্নার ছবি আছে। এতেই বেঁকে বসেছে পাক সেন্সর বোর্ড। তাছাড়া পীযূশ মিশ্র এক পাক পুলিশকর্মীর যে চরিত্রে অভিনয় করেছেন, সেটিও পছন্দ হয়নি বোর্ড সদস্যদের। তবে এ ধরনের দৃশ্য ছেঁটে ফেলার পরামর্শ দেওয়ার পরিবর্তে তারা পুরো ছবিটাই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।


এক সাক্ষাত্কারে পরিচালক মুদসসর আজিজের তৈরি ছবিটির প্রযোজক আনন্দ এল রাই বলেছেন, পাকিস্তান সেন্সর বোর্ডের ছবিটি দেখার পর পছন্দই হয়েছিল। তবে ছবির খুব সামান্য কিছু অংশ বাদ দেওয়া হোক, চেয়েছিল তারা। আমরা রাজি হয়েছিলাম। প্রথমে আমায় বলা হয়, ছবিটি ঠিক আছে। কিন্তু পরে জানানো হয়, পাকিস্তানের কোনও একটি মন্ত্রক ছবিটি নিয়ে আপত্তি জানিয়েছে। ছবিটি যত বেশি লোক দেখবে, ততই প্রযোজক হিসাবে আমার লাভ। সেটাই চাইব আমি। যে রাজনৈতিক কারণে একটি ছবি নিষিদ্ধ করা হয়ে থাকে, তা নিয়ে সাধারণ দর্শকরা মাথাই ঘামায় না।

প্রসঙ্গত, সীমান্তের বেড়াজাল ভাঙা প্রেমই এ ছবির বিষয়বস্তু। যে মহিলা লিড রোলে অভিনয় করেছেন ডায়না পেন্টি, সে বিয়ে না করে পালিয়ে দুর্ঘটনাবশতঃ পাকিস্তানে গিয়ে হাজির হয়। সেখানে তার সঙ্গে দেখা হয় ছবির নায়ক মানে অভয় দেওলের সঙ্গে। সেই তাদের প্রেম কাহিনির সূত্রপাত। কিন্তু শেষ পর্যন্ত তাতে কাঁটা হয়ে হয়ে উঠল পাক সেন্সর বোর্ড।