মুম্বই: প্রয়াত সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি শুধু দেশেই নয়, বিদেশেও জনপ্রিয়। বিশেষ করে রাশিয়ায় তাঁর গান বিপুল জনপ্রিয়। ‘ডিস্কো ড্যান্সার’ ছবির গান ‘জিমি জিমি’ আজও রাশিয়ার অন্যতম জনপ্রিয় গান। একটি সাক্ষাৎকারে সে কথাই উল্লেখ করেছিলেন সদ্য প্রয়াত সঙ্গীতশিল্পী। 







সেই সাক্ষাৎকারে বাপি লাহিড়ি বলেছিলেন, ‘আমি এক সপ্তাহ আগেই রাশিয়া থেকে ফিরেছি। কাজাকস্তানেও গিয়েছিলাম। আমি দর্শকদের উদ্দেশে একটা কথাই বলব, অস্কার পাওয়ার দু’বছর পরে আপনারা সে কথা ভুলে যাবেন। কিন্তু ২২ বছর পরেও আজও রাশিয়ায় একটাই গান চলে, ‘জিমি জিমি, আজা আজা’। এই গানটা অভূতপূর্ব হিট হয়েছিল। রাশিয়ায় যদি কোনও ভারতীয় যান, তাহলে বিমানবন্দরে নেমে শুধু একটা কথাই বলতে হবে, জিমি জিমি। গান গেয়ে এর চেয়ে বড় সম্মান আর কিছু হতেই পারে না। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একটা দেশের প্রধান গান ‘জিমি জিমি’। ওরা জানে না এটা এখনকার গান না পুরনো গান।’


গতকাল রাত পৌনে ১২টা নাগাদ জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে জীবনাবসান হয় বাপি লাহিড়ির। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। গত একমাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বাপি লাহিড়ি। সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গতকাল অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ছেলে বাপ্পা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর আগামীকাল মুম্বইয়ের পবনহংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। 


১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপি লাহিড়ির। আসল নাম অলকেশ লাহিড়ি। কিন্তু পরিচিত হন বাপি লাহিড়ি নামে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি দু’জনেই ছিলেন গানের জগতের মানুষ। কিশোর কুমার সম্পর্কে বাপি লাহিড়ির মামা। ফলে ছোট থেকেই সাঙ্গীতিক পরিবেশে বেড়ে ওঠেন বাপি লাহিড়ি।