মুম্বই : তিনদিন আগেই নিজের ছবি দিয়ে, সোশাল মিডিয়ায় লিখেছিলেন Old is Gold। মঙ্গলবার মাঝরাতে এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে, চলে গেলেন বাপি লাহিড়ি (Bappi Lahiri) ।  সঙ্গীত জগৎ হারাল তার ডিস্কো কিং’কে। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৯ বছর।


বৃহস্পতিবার মুম্বইয়ে বাপি লাহিড়ির শেষকৃত্য (Last Rites) । বুধবার গভীর রাতে আমেরিকা থেকে সস্ত্রীক দেশে ফেরেন ছেলে বাপ্পা লাহিড়ি। সকাল ১১টা নাগাদ জুহুর লাহিড়ি হাউস থেকে শুরু হবে বাপি লাহিড়ির অন্তিম যাত্রা। ফুলে সাজানো ট্রাকে নিয়ে যাওয়া হবে ডিস্কো কিংয়ের মরদেহ। লাহিড়ি হাউস থেকে মিনিট দশেকের দূরত্বে ভিলে পার্লের পবনহংস শ্মশান। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন :


Bappi Lahiri Sleep Apnea: অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, কী এই অসুখ, উপসর্গই বা কী


গত বছর এপ্রিল মাসে তাঁর করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। মাসখানেক আগে আবার অসুস্থ হয়ে পড়েন। প্রায় একমাস বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বাপি। কিন্তু, মঙ্গলবারই ফের শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারিক চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করতে বলেন।মঙ্গলবার মধ্যরাতে সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।


করোনার সময় হাসপাতালে রোগীদের মানসিকভাবে চাঙ্গা রাখতে শোনানো হত বাপি লাহিড়ির গান। ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেছিলেন তিনি নিজেই। কিন্তু, মঙ্গলবার সবার মন খারাপ করে  চলে গেলেন সেই বাপি লাহিড়িই। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী মহলে। 

প্রথমে শোনা গিয়েছিল, বুধবার হবে সঙ্গীত শিল্পীর শেষ কৃত্য। কিন্তু তারপর পরিবারের তরফে জানানো হয়, বুধ নয়, অন্তিম যাত্রা হবে বৃহস্পতিবার। ছেলে বাপ্পা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাবার মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি দেশে ফেরেন সপরিবার বাপ্পা। তিনিই করবেন শেষকৃত্যের বিধি।