মুম্বই: একটা সপ্তাহ হল ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন দেশের অন্যতম কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি (Bappi Lahiri)। দীর্ঘ একমাস অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বাড়ি ফিরলেও আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। অগণিত অনুরাগীদের মন ভারাক্রান্ত করে প্রয়াত হন বাপি লাহিড়ি। তাঁর মৃত্যুর কারণ হিসেবে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (Obstructive Sleep Apnea) অসুখের কথা উঠে আসে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে বাপি লাহিড়ির ছেলে জানালেন যে, তিনি এই অসুখের কথা বিশ্বাস করেন না।


সম্প্রতি এক সাক্ষাৎকারে বাপি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি জানালেন, প্রায় গোটা জানুয়ারি মাসটাই অসুস্থ ছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী। কিন্তু ফেব্রুয়ারির ১৪ তারিখে তিনি বাড়ি ফিরে যেতে চান। তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। পরের দিন থেকেই খাওয়া দাওয়া বন্ধ করে দেন তিনি। তার সঙ্গে তিনি শারীরিকভাবে সঠিক অনুভবও করছিলেন না। ১৫ ফেব্রুয়ারি সন্ধে থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু শেষ রক্ষা হল না।


আরও পড়ুন - Shibani Dandekar Social Profile: বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় নিজের নাম বদলালেন শিবানী


বাপি লাহিড়ির প্রয়াণের পর চিকিৎসকদের পক্ষ থেকে তাঁর 'অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া' অসুখের কথা জানান হয়। কিন্তু এই কথা একেবারেই অস্বীকার করেন বাপি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'না, এটা কখনওই শ্বাস প্রশ্বাসের সমস্যা নয়। আমার মনে হয় ওঁর হৃদপিণ্ড হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিল। আমার বোন, শ্যালক আর আমার মা দ্রুত ওঁকে হাসপাতেল নিয়ে যান। চিকিৎসকেরাও তাঁকে ভর্তি করে নেওয়ার কথা জানান। কিন্তু হাসপাতালে নিয়ে গেলেও ওঁকে বাঁচানো যায়নি। আমি গোটা পরিস্থিতিটাতেই ফোনে ছিলাম।'


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাটানোর সময়ও সেখানে গান গাইতেন বাপি লাহিড়ি। তাঁর শেষদিনগুলোর স্মৃতিচারণায় বাপ্পা লাহিড়ি জানান, একবার হাসপাতালেই জোরে গান গাইছিলেন তিনি। মা তাঁকে থামান।