নয়াদিল্লি: রেল স্টেশনে পা দিলেই লাল পোশাক পরা কুলির দলের ছুটে আসা, এদেশের চেনা ছবি। কাঁধে-পিঠে করে বোঝা বয়ে, অন্যের ভার লাঘব করাই তাঁদের জীবিকা। এ পেশায় পুরুষদের আধিক্যই বেশি। যদিও পাহাড়ি অঞ্চলে মহিলা মালবাহকও দেখা যায়। কিন্তু রেল স্টেশনে মহিলা কুলির দর্শন বড় একটা মেলে না। সম্প্রতি ভারতীয় রেলওয়ের তরফে এক মহিলা কুলির ছবি শেয়ার করা হয়েছে। সেই ছবি আবার রিট্যুইট করেছেন অভিনেতা বরুণ ধবন। ছবিতে তিনি ক্যাপশন করেন, 'কুলি নাম্বার ওয়ান'।



সম্প্রতি 'কুলি নাম্বার ওয়ান' ছবির সিক্যুয়েলের কাজ শেষ করেছেন বরুণ। ছবিতে তিনিই মুখ্য চরিত্রে। বরুণ এই ছবি শেয়ার করে লেখেন...এঁরাই আসল কুলি নাম্বার ওয়ান। ভারতীয় রেলের হয়ে কাজ করা এই মহিলা কুলিদের কুর্ণিশ! তাঁরা অদ্বিতীয়।
ছবিটি নেটিজেনরা ভরিয়ে দিয়েছেন লাইক-এ।
গোবিন্দা ও করিশ্মা কপূর অভিনীত 'কুলি নাম্বার ওয়ান'ছবিটির কথা কেউ ভোলেননি নিশ্চয়ই। বরুণ-সারা অভিনীত এই ছবিটি তারই সিক্যুয়েল।
অন্যদিকে আবার এই ছবি প্রকাশ করা নিয়ে ভারতীয় রেলওয়ের সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তিনি লিখেছেন,'এটি একটি অপমানজনক বিষয়। তবে এই নিয়ে লজ্জিত হওয়ার পরিবর্তে, আমাদের রেলমন্ত্রক গরিব মহিলাদের ভারী বোঝা বহন করা ,তাঁদের এই শোষণ নিয়ে গর্বিত ?!

শুধু তারুর নন, রেলমন্ত্রকেই ট্যুইট নিয়ে বহু নেটিজেনই সমালোচনায় সরব হয়েছেন।