ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) এই মুহূর্তে আছেন জেলে। এদিকে জয়দেব কেন্দুলি মেলা ২০২৪ প্রবেশ পথে অনুব্রতর ছবি দেওয়া গেটকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বিজেপির অভিযোগ, 'তৃণমূলের যারা অনুব্রত মণ্ডলের কাছে থেকে টাকা নিয়েছে, সুবিধা নিয়েছে তারা তারা ছবি রেখে পুজো করছে। জয়দেব মেলার গেটে তারা ছবি রেখেছে। আর যারা টাকা পায়নি, তারা তার ছবি রাখেনি। যেটা হয়েছে পৌষ মেলায়।'
তৃণমূল পক্ষ থেকে জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, 'অনুব্রত না থাকলেও তাঁর সংগঠন কাজ করছে।' প্রসঙ্গত, ইলামবাজারের জয়দেব মেলার প্রবেশ পথে এবং অজয়ে স্নান ঘাটে যাওয়ার পথে দুটি গেটে অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া দুটি গেট বসানো হয়েছে। সেখানে অনুব্রত ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহার ছবি রয়েছে। অনুব্রত মন্ডল জেলে যাওয়ার পর থেকে বীরভূম তৃণমূলের বিভিন্ন সভা, অনুষ্ঠান, মেলা, খেলায় অনুব্রতর ছবি প্রায় দেখায় যায় না। এমনকি সম্প্রতি পৌষ মেলার বিভিন্ন গেটে অনুব্রত মণ্ডলের ছবি ছিল না।
তবে এই প্রথমবার নয়, এর আগেও গরুপাচার মামলা চলাকালীন অনুব্রত ছবি ঘিরে বিতর্ক মোড় নিয়েছিল। সময়টা ২০২২। যদিও তখন প্রেক্ষাপটটা ছিল অন্য। সেসময় একদিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীকে পাশে না পেলেও, অনুব্রতর ক্ষেত্রে তা ঘটেনি। কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেসময় প্রশ্ন তুলেছিলেন।
আরও পড়ুন, অযোধ্যার আগেই রামমন্দিরের উদ্বোধন মেদিনীপুরে
তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, অনুব্রত মণ্ডলকে কেন গ্রেফতার করা হল ? তাঁকে জেলে আটকালে কী হবে ? এরপরেই মুখ্যমন্ত্রী তোপ দেগে বলেছিলেন, 'ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকেছে ? অনুব্রতর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।' এদিকে নেত্রীর এমন প্রশ্নে গোটা বাংলায় যখন অন্য ভাইবস, ঠিক তখনই বছর পেরিয়ে পঞ্চায়েত ভোটের আগে অন্য সমীকরণ বীরভূমে। মুখ্যমন্ত্রীর সফর পোস্টার পড়ল, এদিকে সেই পোস্টারে কোথাও ছিলেন না অনুব্রত। যদিও আরও একটা বছর পেরিয়ে ২০২৪ সাল। লোকসভা নির্বাচনের বছর। জয়দেব কেন্দুলির মেলার এন্ট্রি গেটের ব্যানারে তিনি তো ফিরলেন। কিন্তু শুরু হল এবারেও রাজনৈতিক টানাপোড়েন।