মুম্বই:  পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের প্রথম হিন্দি ছবি 'বেগম জান'  মুক্তির আগে বিশাল আশা জাগালেও, পর্দায় আসার পর তেমন আশানুরূপ রিটার্ন দিল না বক্স অফিসকে। অন্তত মুক্তির পর সপ্তাহ শেষের বক্স অফিস কালেকশনের তথ্য তেমনই বলছে। তিনদিনে মোট কালেকশন ১১.৪৮ কোটি। শুক্রবার ৩.৯৪ কোটি আয় করে বিদ্যা বালন অভিনীত বেগম জান, তারপর শনিবার ৩.৫১ কোটি এবং রবিবার ৪.০৩ কোটি টাকা। এই তথ্য দিয়েছেন বিশেষজ্ঞ তরণ আদর্শ।




১৫ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হয়েছে সৃজিতের এই ছবি, শুক্রবার দেশের বারশোটি স্ক্রিনে মুক্তি পেয়েছে। ছবিটি সৃজিতের বানানো বাংলা ছবি 'রাজকাহিনী'র হিন্দি। ছবিতে বিদ্যা এক যৌনপল্লীর মালকিনের চরিত্রে অভিনয় করেছেন। ১৯৪৭ সালে ভারত ভাগের পটভূমিতে তৈরি হয়েছে এই ছবি। বাংলায় বিদ্যার চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্না সেনগুপ্ত।

'বেগম জান'-এ বিদ্যা ছাড়াও রয়েছেন নাসিরুদ্দিন শাহ, ইলা অরুণ, গহ্বার খান, পল্লবী সারদা, রজিত কপূর, আশীষ বিদ্যার্থী, বিবেক মুসরানা, চাঙ্কি পাণ্ডে, পুনম সিংহ এবং অন্যান্যরা।