
এই ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন মহেশ এবং মুকেশ ভট্ট। এই ছবির সঙ্গে বলিউডেও প্রথমবার পা রাখতে চলেছেন সৃজিত।
আগামী ১৪ এপ্রিল পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। এরআগে এই ছবির অপর একটি ছবি সোশ্যাল মিডিয়ায়ে ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় খাটে শুয়ে হুক্কায় টান দিচ্ছেন বিদ্যা। তাঁর পিছনে বসে গহ্বর খান।
স্বাধীনতা পূর্বের পটভূমিতে তৈরি এই ছবিতে একটি গণিকালয়ের মালকিনের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। এই ছবিতে মূলত পঞ্জাব কেটে দুভাগ করার গল্প বলেছেন পরিচালক-প্রযোজক। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, রজত কপূর, গহ্বর খান, পল্লবী শারদা, ইলা অরুণ, আশীষ বিদ্যার্থী এবং চাঙ্কি পাণ্ডে।