একলা থাকা ‘বোরিং’, কিন্তু সম্পর্কে ‘স্পেস’ চাইলে নাসায় যেতে হবে:রণবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Nov 2016 03:56 PM (IST)
মুম্বই: ছোটপর্দায় ফের শুরু হয়ে গেছে কফি উইথ কর্ণ। এই শো প্রথম দিন থেকেই পারদ ওপর দিকে তুলে রেখেছে। কর্ণের গত রবিবারের পর্বে এসেছিলেন রণবীর সিংহ-রণবীর কপূর। প্রসঙ্গত, একজন হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রাক্তন এবং অন্যজন বর্তমান প্রেমিক। স্বাভাবিক ভাবেই বোঝা গিয়েছিল এই পর্ব শুরু থেকেই যথেষ্ট উত্তেজনাপূর্ণ হবে। শোয়ের সঞ্চালক কর্ণের প্রশ্নের সামনে যে বলিউডের দুই তারকাই একটু হলেও অপ্রস্তুত হবে সেটা জানাই ছিল। এবারের শোয়ে রণবীরকে কর্ণ জিজ্ঞেস করেন, ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর নিজের সিঙ্গল স্ট্যাটাস কেমন উপভোগ করছেন তিনি? এর জবাবে রণবীরের সপ্রতিভ উত্তর, একলা থাকা ‘বোরিং’। কিন্তু একটা সম্পর্কের মধ্যে থেকে সেখানে যদি ‘স্পেস’ চাওয়া হয়, তাহলে একজনকে নাসায় যেতে হবে। কারণ সম্পর্কে থাকলে ‘স্পেস’ পাওয়া যাবে সে আশা কারও রাখা উচিত্ নয়।