কলকাতা: কলকাতা পুলিশের উদ্যোগে 'বেলাশুরু'-র বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন। আলিপুর বডিগার্ড লাইন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ২৮ তারিখ অর্থাৎ আজ, বিকেল ৪টেয়। ‘প্রণাম’-এর সদস্যদের জন্য এই ‘বেলাশুরু’ সিনেমার বিশেষ স্ক্রিনিং-এর ব্যবস্থা।


ষাটোর্ধ্ব বয়সের প্রবীণ নাগরিকদের মূল্যবান আইনি ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য গতকাল, শুক্রবার অর্থাৎ ২৭শে মে,২০২২ তারিখে কলকাতা পুলিশের তরফ থেকে ‘প্রণাম’ প্রকল্প শুরু করা হয়েছে।এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র প্রবীণ নাগরিকরা কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরের মাধ্যমে ২৪ ঘন্টা সুযোগ-সুবিধা পেতে পারেন। কলকাতা পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে তাঁদের দোরগোড়ায় অর্থাৎ তাদের ঠিকানায়। এর জন্য প্রত্যেক ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের বাড়ির ঠিকানা,ফোন নম্বর এবং রক্তের গ্রুপ দিয়ে ফর্ম পূরণ করতে হবে।


কেবল ক্রিনিং নয়, ছবি শেষ হওয়ার পরে আয়োজন করা হয়েছে একটি প্রশ্ন উত্তর পর্বও। ছবির কলাকুশলীরা ও 'প্রণাম'-এর সদস্যরা অংশ নেবেন এই প্রশ্ন উত্তর ও আলোচনা পর্বে। পুলিশের বেশ কিছু উচ্চপদস্থ কর্তাও হাজির থাকবেন এই অনুষ্ঠানে।


আরও পড়ুন: Ismart Jodi: 'পুষ্পা' সুদীপ, 'শ্রীভল্লি' পৃথা, নাচে গানে জমে উঠল জিৎ-এর শো


সদ্যই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের (Nandita Roy) ছবি 'বেলাশুরু' (Belashuru)। ইতিমধ্যেই প্রায় দেড় কোটিরও বেশি আয় করে ফেলেছে এই ছবি। এদিন সোশ্যাল মিডিয়ায় 'বেলাশুরু' ছবির স্মৃতিচারণা করে একটি ভিডিও পোস্ট করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। ভিডিওটি 'বেলাশুরু'র শ্যুটিংয়ের শেষ দিন ট্রেনে ফেরার সময়ের। সেই ভিডিওতে কবিতা বলতে দেখা যাচ্ছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee)। 


সদ্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'বেলাশুরু শ্যুটিংয়ের শেষ দিন। ট্রেনে ফেরা। স্মৃতির অ্যালবাম'। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনে ছবির অন্যান্য কলাকুশলীদের কবিতা শোনাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর মুগ্ধ হয়ে শুনছেন সকলে।