কলকাতা: বহু প্রতীক্ষার পর আজ, ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'বেলাশুরু' (Belashuru)। প্রয়াত দুই কিংবদন্তি অভিনেতা ও অভিনেত্রীর একসঙ্গে শেষ সিনেমা। সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chattopadhyay) ও স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) শেষ একসঙ্গে কাজ, 'বেলাশুরু'। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) জুটির 'বেলাশেষে' মুক্তির ৭ বছর পর আসছে এই ছবি। সেই একই পরিবারের গল্প বলবে এই ছবি, কেবল পরিবারের দুই মাথা আজ আর নেই। তবে তাঁদের সামনে রেখেই এগোচ্ছে টিম 'বেলাশুরু'। 


'শেষ দেখা দুজনের'


আজ ছবি মুক্তির দিনে 'বেলাশুরু' ডাবিংয়ের আরও একটি ভিডিও পোস্ট করলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ক্যাপশনে স্পষ্ট ওইদিনই শেষ দেখা হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের। ডাবিংয়ের শেষ দিন খেলার ছলে, মজার ছলে টিকটিকির গল্প করছিলেন সৌমিত্র বাবু।


গল্প শেষে বিদায় নেওয়ার পালা। স্বাতীলেখা সেনগুপ্তকে সৌমিত্র চট্টোপাধ্যায় বলছেন 'টেক কেয়ার'। স্বাতীলেখার অমায়িক গলায় উত্তর, 'হ্যাঁ আমি ঠিকই আছি... এই রকম করে যতদিন চলে চলুক।' 


সেই শুনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দরাজ গলায় চার লাইন আবৃত্তি, 'আমরা বাঁচব অনেক দীর্ঘকাল... আমরা বাঁচব জরা স্পর্শহীন... বছরে বছরে এ ক্ষমতা যাবে বেড়ে... আমাদের আয়ু বাড়বে যে দিন দিন।'


 



হয়তো বা আর বেশিদিন 'এইভাবে' চলবে না, তা ঠাহর করতে পারছিলেন দু'জনেই। কিন্তু গোটা 'বেলাশুরু' টিম তো বটেই,  আপামর বাঙালি দর্শক এই দুই মহারথীর অনুপস্থিতি যে সিনে দুনিয়ায় প্রচণ্ডভাবে অনুভব করেন তা বলাই বাহুল্য। তবে এ কথাও ঠিক, তাঁদের শিল্প, তাঁদের সৃষ্টি দিয়েই তাঁদের 'আয়ু বাড়ছে যে দিন দিন'।


আরও পড়ুন: Palan: সার্ধশতবর্ষে মৃণাল সেনের 'খারিজ'-এর স্মৃতি 'পালান'-এর রূপে ফেরাচ্ছেন কৌশিক


মুক্তির আগেই হাউজফুল 'বেলাশুরু' (Belashuru)! অন্তত 'বক্স অফিস বেঙ্গল'-এর সদ্য করা ট্যুইট বলছে সেই কথাই। ৪ দিন আগে থেকেই খুলে দেওয়া হয়েছিল ছবির অগ্রিম বুকিং পদ্ধতি।