করুণাময় সিংহ, মালদা : মালদার (Malda) চাঁচলে উদ্বোধনের ৬ মাস পরেও চালু হয়নি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (North Bengal State Transport Corporation) বাস ডিপো। এনিয়েই ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের দাবি, বন্ধ থাকা বাস ডিপোয় এখন অসামাজিক কাজকর্ম চলছে। সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি (BJP)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল (TMC)। জেলাশাসকের আশ্বাস, দ্রুত চালু হবে বাস ডিপো।
তালা বন্ধ সরকারি বাস ডিপো: ২০২১-এর ১৪ নভেম্বর। মালদার (Malda) চাঁচলের কলিগ্রামে ঘটা করে উদ্বোধন হয়েছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ডিপোর। যার উদ্বোধন করেছিলেন খোদ পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু, ৬ মাস পেরিয়ে গেলেও, আজও তালা খোলেনি সরকারি এই বাস ডিপোর। ফলে সমস্যায় পড়েছেন কলিগ্রাম, খরবা, মতিহারপুর-সহ চাঁচলের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। দিনের পর দিন এই অবস্থা দেখে তিতিবিরক্ত এলাকাবাসীর অভিযোগ, এখন দুষ্কৃতীদের ডেরায় পরিণত হয়েছে এই বাস ডিপো।
জেলা পরিবহণ দফতর সূত্রে খবর, ৫০ বিঘা জমিতে NBSTC’র নতুন এই বাস ডিপো তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা। এই প্রসঙ্গ উল্লেখ করেই সরকারি অর্থের নয়ছয়ের অভিযোগ করছে বিজেপি। জেলা বিজেপির যুব মোর্চার সহ সভাপতি সুমিত সরকার বলেন, “সরকারি টাকা নয়ছয় করে রাজ্যের অর্থনৈতিক অবস্থা মুখ থুবড়ে পড়েছে, তারই উদাহরণ ২কোটি টাকা ব্যয়ে কলিগ্রাম বাস ডিপো, মানুষের পরিসেবা দেওয়ার বদলে সেটি এখন খামারবাড়িতে পরিণত হয়েছে।’’ সরকারি বাস ডিপো তালাবন্ধ থাকায় জবাব দিয়েছে তৃণমূল। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, “বিদ্যুৎ এবং রাস্তার সমস্যার কারণে বিলম্ব হচ্ছে, দ্রুত বাস ডিপো চালু হবে।’’ এবিষয়ে জেলাশাসক জানিয়েছেন, সমস্ত জটিলতা কাটিয়ে খুব দ্রুত কলিগ্রাম বাস ডিপো চালু হবে।
আরও পড়ুন: Nadia: ভোর না হতেই গঙ্গার পাড়ে মহকুমা শাসক, মাটি পাচার রুখতে প্রশাসনিক অভিযান