মুম্বই: অতিমারি পরিস্থিতিতে (Corona) যেখানে ছবি নির্মাতারা ছবি মুক্তির জন্য ওটিটি (OTT) প্ল্যাটফর্মকেই বেছে নিচ্ছে, সেখানে সাহসী পদক্ষেপ নিয়ে সিনেমাহলেই মুক্তির সিদ্ধান্ত নিয়েছে টিম 'বেল বটম' (Bell Bottom)। সরকার ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার অনুমতি দিয়েছে। সেখানে সংক্রমণের চিন্তা থেকে দর্শকরা কতটা টিকিট কেটে সিনেমা দেখতে আসবেন, তারও একটা সংশয় থেকে গিয়েছিল। গত ১৯ অগাস্ট সিনেমাহলে মুক্তি পায় অক্ষয় কুমারের (Akshay Kumar) 'বেল বটম'। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন লারা দত্ত, হুমা কুরেশি, বাণী কপূররা। ছবিতে ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) লুকে লারা দত্তকে দেখে প্রথমে চমকেও গিয়েছিল নেটদুনিয়া। একেবারে হুবহু প্রাক্তন প্রধানমন্ত্রীর লুকে লারা দত্তকে যেন চেনাই যাচ্ছিল না। 


বহু প্রতীক্ষিত 'বেল বটম'-র মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে দুর্দান্ত বক্স অফিস কালেকশন হয়। সেখানে সদ্যই গিয়েছে রাখি বন্ধন উৎসব। একদিকে উৎসবের আমেজ। অন্যদিকে উইকেন্ড। সব মিলিয়ে শনিবার রবিবার মিলিয়ে কেমন বক্স অফিস কালেকশন হল ছবির?


উইকেন্ডে ৪.২০ কোটি এবং ৪.৪০ কোটি টাকার ব্যবসা করার পাশপাাশি ছবি মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ১২.৬৫ কোটি টাকার ব্যবসা করেছে অক্ষয় কুমারের 'বেল বটম'। ছবি নির্মাতারা তাই রাখি বন্ধন উৎসবকেই বক্স অফিস কালেকশনের পাখির চোখ করে রেখেছিলেন। 


প্রসঙ্গত, 'বেল বটম' মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ টাকার বক্স অফিস কালেকশন ছিল। রাখি উৎসবে যে এর প্রভাব পড়বে বক্স অফিস কালেকশনে তা আশাই করা যাচ্ছিল। অতিমারির পরিস্থিতিতে এখন অন্যান্য দিনগুলোয় কেমন ব্যবসা করে অক্ষয়ের এই ছবি তাই দেখার। 'বেল বটম' পরিচালনা করেছেন রঞ্জিত তিওয়ারি এবং প্রযোজনা করেছে বাসু ভগনানি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ, মণীষা আডবানি, মধু ভোজওয়ানি এবং নিখিল আডবানি।