কলকাতা: করোনা আক্রান্ত হলেন বাংলা ছবির অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনা সংক্রমিত হওয়ার খবর শেয়ার করেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ঋদ্ধি লেখেন, 'আজ আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছি। যাঁরা গত বাহাত্তর ঘণ্টায় আমার সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে অনুরোধ করছি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে।'
করোনার তৃতীয় ঢেউ আসার পর থেকে সাধারণ মানুষের সঙ্গে একের পর এক তারকা করোনা সংক্রমিত হচ্ছেন। কারও উপসর্গ রয়েছে তো কারও নেই। কারও আবার নানা শারীরিক সমস্যা রয়েছে। প্রত্যেকেই নিজেকে বাড়িতে আইসোলেশনে রাখছেন। আর প্রয়োজনীয় সতর্কতা মেনে চলছেন। সম্প্রতি করোনা সংক্রমিত হয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। কয়েকদিন ধরেই তাঁর শরীর খারাপ ছিল। সেকথা জানিয়েওছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।
আরও পড়ুন - Bipasha Basu Birthday Wishes: মাঝরাতে কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে জন্মদিন উদযাপন বিপাশার
একের পর এক কোভিড কোপে বিপর্যস্ত টলিউড। গতকালই করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের প্রথম সারির ৬ তারকা। করোনা আক্রান্ত (Corona Positive) অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানালেন, তিনি ও তাঁর পরিবারের সবাই করোনা আক্রান্ত। সেইসঙ্গে অভিনেতা সবাইকে করোনার সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধ করেছেন। করোনার কোপে কার্যত ঘায়েল টলিউড। একদিনে টলিউডে করোনা আক্রান্ত প্রথম সারির ৬ তারকা। করোনা আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) পর করোনা আক্রান্ত রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আগে থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন রুক্মিণী। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি নিজেই।