কলকাতা: প্রায় দিন ১৫ পার। এখনও লড়াই জারি। হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। হঠাৎ করে ফের হৃদরোগে আক্রান্ত (Cardiac Arrest) হয়েছেন তিনি। স্বাস্থ্যের উন্নতির খবরের আশায় যখন সকলে বসে রয়েছেন তখন সাত সকালে এই খবরে ভেঙে পড়েছেন অনেকেই। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সকলের করজোর। সেই তালিকায় ইন্ডাস্ট্রির (industry) বড় বড় নাম থেকে শুরু করে রয়েছেন সাধারণ মানুষও (common people)। সোশ্যাল মিডিয়া খুললেই এখন নজরে পড়ছে ঐন্দ্রিলা শর্মার হাসিমুখের ছবি। সেই সঙ্গে ক্যাপশনে তাঁর দ্রুত আরোগ্য কামনা। আপ্রাণ চেষ্টা করছেন ডাক্তাররা। পাশে রয়েছেন অভিনেত্রীর ঘনিষ্ঠরা। আর বাইরে থেকে বাকিদের প্রার্থনা করা ছাড়া এখন কোনও উপায়ই আর নেই।
ঐন্দ্রিলার আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা
আজ সকাল ১০টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তাঁর শরীরে এর আগে থেকেই বিভিন্ন জটিলতা রয়েছে। রক্তচাপ বিপজ্জনকভাবে ওঠানামা করছে। হাসপাতাল সূত্রে খবর, সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। চিকিৎসকদের তৎপরতায় আপাতত সেই পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে। তবে অভিনেত্রীর অবস্থা বেশ সঙ্কটজনক।
গত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আরোগ্য কামনার পোস্টের ছড়াছড়ি। তবে আজকের খবর প্রকাশ্যে আসতেই যেন সকলের মনে প্রার্থনার জোর আরও খানিক বেড়ে গেছে। পরমব্রত চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, ছোটপর্দার অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত, গায়িকা রাজনীতিক অদিতি মুন্সী, সকলেই পোস্ট করেছেন। প্রসঙ্গত, জনপ্রিয় চ্যানেল জি বাংলার তরফ থেকেও একটি ছবি পোস্ট করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।
ঐন্দ্রিলার দ্রুত সুস্থতা কামনায় তারকারা
ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে লেখেন, 'আমরা সকলে তোমার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। তুমি আবারও সুস্থ ও শক্তিশালী হয়ে ফিরে আসবে। অনেক আদর ও ভালবাসা পাঠালাম।'
ধারাবাহিকের পরিচিত মুখ দেবপ্রতিম দাশগুপ্ত পোস্ট করেন ঐন্দ্রিলার সঙ্গে একটি ছবি। লেখেন, 'এই মেয়েটা, এই সেদিন প্রিমিয়ারে আড্ডা হোলো, কত প্লানিং হোলো, জলদি সেরে উঠে আয় তো বোন।' (অপরিবর্তিত)
রাজনীতিক গায়িকা অদিতি মুন্সী লেখেন, 'এই মুহূর্তে দাঁড়িয়ে জেদি, লড়াকু, শক্তিশালী শব্দ গুলির মানে খুঁজলে যে নাম প্রথমেই উঠে আসে, তা নির্দ্বিধায় ঐন্দ্রিলা শর্মা।
জীবন-মৃত্যুর এই অসম লড়াই জিতে ফিরে এসো ঐন্দ্রিলা। তোমার দ্রুত আরোগ্য কামনা করি। গেট ওয়েল সুন।' (অপরিবর্তিত)
ক্যান্সার জয় করে জনপ্রিয় অনুষ্ঠান 'দিদি নং ১'-এ এসেছিলেন ঐন্দ্রিলা। আজ জি বাংলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করা হয়। লেখা হয়, 'প্রাণোচ্ছ্বল, হাসিখুশি ঐন্দ্রিলাকে আবার চাই আমাদের মাঝে। আমরা জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দ্রুত আরোগ্য কামনা করি।' (অপরিবর্তিত)
ঐন্দ্রিলার পাশে সাধারণ মানুষ
বিনোদন দুনিয়ার সঙ্গে বিভিন্নভাবে জড়িত একাধিক মানুষের সোশ্যাল পোস্টে এখন শুধুই প্রার্থনা আর প্রার্থনা। তবে শুধু টলিউড বা টেলিউডই নয়, ঐন্দ্রিলা যেন 'ফিনিক্স হয়ে ফিরে আসে' সেই আশায় বুক বাঁধছে তামাম বঙ্গবাসী।
কেউ পোস্টে লিখছেন, 'প্রিয় ঐন্দ্রিলা , তুমি একজন লড়াকু সৈনিক, ওই সমগ্র রোগের বিনাশ ঘটিয়ে ফিরতে হবে তোমায় প্রিয়জনদের কাছে। তারা যে তোমার অপেক্ষায় বসে আছে।' অপর এক নেটিজেন লেখেন, 'দ্রুত সুস্থ হয়ে ফিরে এসো'। অপর একজন ঐন্দ্রিলা ও সব্যসাচীর ছবি একসঙ্গে পোস্ট করে লেখেন, 'সবাই প্রার্থনা করছে এই ভালোবাসাটার জয় দেখবে বলে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তুমি।'
আরও পড়ুন: Tathagata Bibriti: জন্মদিনে বিবৃতির চোখের প্রশংসা, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা তথাগতর
বারবার ঐন্দ্রিলাকে জিততেই দেখেছেন মানুষ। তামাম বঙ্গবাসীর প্রার্থনা এবার আরও জোরদার। সকলেই আশা করছেন এবারেও তিনি ফিরে আসবেন। আবারও তিনি যোগ দেবেন কাজে। ঐন্দ্রিলা ফিরে আসুক ফিনিক্স হয়ে, এই প্রার্থনাই রইল।