কলকাতা: সেক্স র‍্যাকেটে নাম জড়াল বাঙালি অভিনেত্রীর (Bengali actress)। বাংলা ছবি লোফারে কাজ করেছিলেন ধৃত অভিনেত্রী। বেশ কিছু সিনেমা, অ্যাড ফিল্মেও কাজ করেছিলেন অভিনেত্রী অনুষ্কা মণি মোহনদাস।

হনি সিংহ, মিকা সিংহ, উদিত নারায়ণের মতো শিল্পীদের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন এই অভিনেত্রী। মুম্বইয়ের মীরা রোডের কাছে ঠাকুর মলে অভিযান চালিয়ে সেক্স র‍্যাকেটের হদিশ পায় পুলিশ। মহিলাদের দেহ ব্যবসায় নামানোর চক্রের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত অভিনেত্রী, দাবি পুলিশের।

একটা সময় বেশ জমকালো এন্ট্রি, তারপর ধীরে ধীরে কাজ না পেতে পেতে হারিয়ে যাওয়া, অবসাদ, আত্মহত্যা, কিংবা অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়া - অভিনয়ের দুনিয়ায় এমন ঘটনা প্রায়শই শোনা যায়। ফের একবার এই ধরনের ঘটনাই সামনে এল। যা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে।

৪১ বছর বয়সী অভিনেত্রী অনুষ্কা মণি মোহনদাস একটা সময় টলিউডেও কাজ করেছেন। বাংলায় হিট সিনেমা লোফারে অভিনয় করেছিলেন অনুষ্কা মণি মোহনদাস। রুপোলি জগতের বেশ পরিচিত নাম। ইদানীং স্টেজ পারফরম্যান্সেও দেখা গিয়েছে তাঁকে। কখনও হনি সিংহ, কখনও মিকা সিংহ কিংবা উদিত নারায়ণের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন। অনুষ্কা মণি মোহনদাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জমা পড়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, অভিনয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের একটি সুপরিকল্পিত দেহব্যবসার চক্রে নামাচ্ছেন অর্থের বিনিময়ে। পুলিশ ফাঁদ পেতেছিল। তাতেই ধরা পড়লেন অভিনেত্রী। পুলিশের তরফেই সেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

অভিনেত্রী অনুষ্কা মণি মোহনদাসকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশই ছদ্মবেশে অনুষ্কার সঙ্গে যোগাযোগ করে। অভিযুক্ত তাঁদের বুধবার দেখা করতে বলেন মুম্বই–আমদাবাদ হাইওয়ের ধারে একটি বিলাসবহুল শপিং মলে। বসই-ভিরার অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার মদন বল্লাল বলেছেন, 'আমাদের দল নির্ধারিত স্থানে হানা দেয় এবং অভিযুক্তকে ছদ্মবেশী ক্রেতার কাছ থেকে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে।'

পুলিশ সূত্রে খবর, অভিযানের সময় উদ্ধার করা হয়েছে আরও দু'জন মহিলাকে। তাঁরাও টেলিভিশন সিরিয়াল ও বাংলা সিনেমায় অভিনয় করেন বলে খবর। জানা গিয়েছে, তাঁরা এই চক্রের শিকার হয়েছিলেন। কাজের প্রলোভনে পা দিয়ে মুম্বইয়ে গিয়ে তাঁদের অভিযুক্ত অনুষ্কা মণি মোহনদাসের সঙ্গে পরিচয় হয়। তাঁদের একটি হোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।