কলকাতা: বাংলাদেশের ওয়েবসাইটে ছবি বিকৃত করার অভিযোগ। লালবাজারের দ্বারস্থ বাংলা টেলি সিরিয়ালের অভিনেত্রী মধুমিতা চক্রবর্তী। এবেলা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই খবর। টালিগঞ্জের অভিনেত্রীর অভিযোগ, ১০০টির কাছাকাছি ছবি বিকৃত করা হয়েছে। আজ লালবাজারে এসে গোয়েন্দাপ্রধানের সঙ্গে দেখা করেন মধুমিতা চক্রবর্তী।
সম্প্রতি, বাংলাদেশের একটি অনলাইন সংবাদমাধ্যমে মধুমিতাকে নিয়ে এখটি ভুয়ো খবর প্রচারিত হয় বলে অভিযোগ। সেখানে বলা হয়, গোয়াতে দেহব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ‘পাখি’। আরও বলা হয়, গোয়ার একটি বিলাসবহুল হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।। এই খবরে প্রচণ্ড চটেছেন অভিনেত্রী।
এখানে বলে রাখা প্রয়োজন, মধুমিতা চক্রবর্তী এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম।
বিকৃত ছবি, ভুয়ো খবর! বাংলাদেশের ওয়েবসাইটের বিরুদ্ধে মামলার হুমকি 'পাখি' মধুমিতা চক্রবর্তীর
Web Desk, ABP Ananda
Updated at:
19 Aug 2016 09:25 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -