কলকাতা: বেশ কিছু ছবিতে একসঙ্গে কাজ করেছেন বাংলার কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আজ 'দাদার কীর্তি' পরিচালকের জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন 'আলো' অভিনেত্রী।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ঋতুপর্ণা সেনগুপ্ত বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'বাংলা ছবির কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমি দেখেছি ছবি তৈরির সময় প্রতিটা দৃশ্যের শ্যুটিংয়ের ক্ষেত্রে কীভাবে আপনার আবেগ, কীভাবে আপনার চিন্তাভাবনা প্রতিফলিত হয়। আর তার মাধ্যমেই ছবিগুলি কালজয়ী হয়ে থেকেছে। বিগত বছরগুলোতে যেভাবে কঠিন পরিশ্রমের মাধ্যমে বহু ছবি তৈরি করেছেন, তার জন্য আপনাকে কুর্নিশ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।'
আরও পড়ুন - Anu Agarwal: 'আশিকি' নায়িকা অনু আগরওয়ালের এখনকার ছবি দেখলে চিনতে পারবেন তো?
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে তরুণ মজুমদার এমন কিছু ছবি দর্শককে উপহার দিয়েছেন, যার বয়স বাড়েনি। আজকের দিনেও সেই সমস্ত ছবি প্রাসঙ্গিক এবং দর্শকের খুবই পছন্দের। ২০০৩ সালে মুক্তি পায় 'আলো' ছবিটি। ক্যামেরার পিছনে পরিচালক তরুণ মজুমদার এবং ক্যামেরার সামনে ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির গল্পই শুধু দর্শকের মনে গেঁথে যায়নি, গেঁথে রয়েছে ছবির গানগুলিও। এরপর একে একে 'চাঁদের বাড়ি', 'ভালোবাসার বাড়ি' ছবিতেও বর্ষীয়ান পরিচালকের সঙ্গে কাজ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
বাংলা ছবির দর্শক কী ধরনের ছবি দেখতে পছন্দ করেন, তার নাড়ি নক্ষত্র বোধহয় অনুভব করতেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। তাই তাঁর ছবিগুলিতে থাকত তার ছোঁয়া। উত্তম কুমার, সুচিত্রা সেন অভিনীত 'চাওয়া পাওয়া' হোক কিংবা ''ভালোবাসার বাড়ি'', 'দাদার কীর্তি', 'বালিকা বধূ', 'ভালোবাসা ভালোবাসা' এবং আরও বহু ছবি তিনি উপহার দিয়েছেন দর্শককে। আক্ষরিক অর্থে পারিবারিক ছবি, ভালোবাসার ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবিও তৈরি করেছেন।