কলকাতা: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না বাংলা ছবির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee)। তাঁর অভিনীত ছবির তুলনায় ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন তিনি। থাকেন বিতর্কেও। সম্প্রতি তিনি যে ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন, তাতে ফের চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন।
সম্প্রতি 'ভালোবাসা ভালোবাসা' অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে লাল একটি পোশাকে দেখা যাচ্ছে। আশেপাশে চোখ রাখলে দেখা যাচ্ছে বালির মধ্যে কোনও চেয়ারে বসে রয়েছেন অভিনেত্রী। তবে, তিনি বেড়াতে গিয়েছেন নাকি কোনও ছবির কাজে গিয়েছেন তা যদিও এখনও জানা যায়নি। আর বেড়াতে যেতে যে অভিনেত্রী বেশ পছন্দ করেন, তা তো আর অজানা নয় অনুরাগীদের। কাজের ফাঁকে সময় পেলেই টুক করে বেরিয়ে পড়েন কখনও সমুদ্র তো কখনও পাহাড়ে। তবে, শ্রাবন্তীর ছবিতে নেটিজেনদের নজর কেড়েছে অভিনেত্রীর গলার চেন। 'গয়নার বাক্স' অভিনেত্রীর গলার চেনে কার নাম লেখা তা নিয়েই প্রশ্ন উঠেছে নেট দুনিয়ায়।
আরও পড়ুন - Ankita Lokhande Post Marriage: নীল শাড়ি, মাথায় ঘোমটা, ভিকির হাত ধরে শ্বশুরবাড়িতে প্রবেশ অঙ্কিতার
প্রসঙ্গত, 'চ্যাম্পিয়ন' ছবিতে অভিনয়ের পরই ছবি পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করে নতুন জীবন শুরু করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবির জগতে ফিরে আসেন 'ভালোবাসা ভালোবাসা' ছবি দিয়ে। রাজীব বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। এরপর আরও দুই সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু তাও স্থায়ী হয়নি। শোনা যায়, তিনি এখন তাঁরই আবাসনের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখাও যায়। যদিও সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা কেউই। ফলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের অভাব নেই নেট নাগরিকদের। তাই সাম্প্রতিক ছবি দেখে ইতিমধ্যেই নেট নাগরিকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন তাহলে কি বর্তমান বিশেষ বন্ধুর নাম গলার চেনে লিখিয়েছেন অভিনেত্রী? কমেন্ট বক্সে উপচে পড়েছে এমনই প্রশ্ন।