কলকাতা: তিনি যা করেন দাপটে করেন। নিজের লুক নিয়ে চালিয়ে যান যাবতীয় এক্সপেরিমেন্ট। তা নিয়ে নেটিজেনদের আক্রমণ নিয়েও তোয়াক্কা করেন না। স্বস্তিকা মুখোপাধ্যায় সবসময়ই ব্যতিক্রমী।
এবার নতুন হেয়ারস্টাইলে তাক লাগিয়ে দিলেন স্বস্তিকা। টলিউড থেকে বলিউড, কোনও প্রথমসারির অভিনেত্রীর এমন সাহসী হেয়ারস্টাইল, সত্যি খুব কমই দেখা গেছে। স্বস্তিকার 'আন্ডারকাট' হেয়ারস্টাইল। তাঁর একদিকের চুল লম্বা, অন্যদিক ছোট্ট ছোট্ট করে ছাঁটা। সম্প্রতি এই নতুন হেয়ারকাটের ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'ওড়ার জন্য আমার ডানার প্রয়োজন নেই। আমার 'আনফারনিশড' মাথাটাই যথেষ্ট।'
এই ছবিটিতে প্রচুর কমেন্ট আসতে শুরু করে। স্বস্তিকার এক অনুরাগী তাঁর নতুন লুকের প্রশংসা করেন কিন্তু লেখেন, 'খুব বাজে দেখতে লাগছে'। কারণ 'হয়ত মেক আপ, বা ফিল্টার নেই বলে।'




কিন্তু একটা নেতিবাচক মন্তব্যে দমে যাওয়ার পাত্রী নন স্বস্তিকা। অভিনেত্রীর ঝটিতি জবাব, 'ব্যাড ইজ ইন....চিয়ার্স টু লুকিং ব্যাড'।
অন্যান্য অনুরাগীরা অবশ্য স্বস্তিকার জবাবের প্রশংসাই করেন। লেখেন, আপনার মতো করে কয়জন এমন হেয়ারস্টাইল নিয়ে সোয়্যাগ দেখাতে পারে!
এক অনুরাগীর মুগ্ধ কমেন্ট...আপনাকি চিনি না। কিন্তু ছোট থেকে আমার চোখে যে স্ট্রং, আত্মবিশ্বাসী, স্বাধীন নারীর যে চিত্র আছে, তা আপনারই।

আরেক জন প্রসংশা করে লেখেন, আপনি সুন্দরী, স্টাইলিশ, স্বতন্ত্র।

সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা' ছবিতে নজর কেড়েছেন স্বস্তিকা। তার আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় স্বস্তিকা অভিনীত 'পাতাললোক'। মুক্তি পেতে চলেছে স্বস্তিকার পরবর্তী ছবি 'তাসের ঘর'। ট্যুইট করে জানিয়েছেন অভিনেত্রী।