মুম্বই: ধারাভিতে যেভাবে করোনা সংক্রমণ রুখে দেওয়া সম্ভব হয়েছে, সেটা এবার প্রয়োগ করতে চাইছে ফিলিপিন্স। এ বিষয়ে বৃহন্মুম্বই পুরসভার দ্বারস্থ হয়েছে ফিলিপিন্স সরকার। এ কথা জানিয়েছেন বিএমসি কমিশনার ইকবাল সিংহ চাহল। ফিলিপিন্সের জনবহুল অঞ্চলগুলিতে ধারাভির পন্থা অবলম্বন করে করোনা সংক্রমণ রোখার চেষ্টা করবে সে দেশের সরকার।
ফিলিপিন্সের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএমসি কমিশনার জানিয়েছেন, ‘ফিলিপিন্সের স্বাস্থ্যমন্ত্রক ধারাভি মডেল অনুসরণ করতে চাইছে। এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাভি। সেখানে সফলভাবে করোনা সংক্রমণ রোখার পরিকল্পনা কার্যকর করেছেন অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার কিরণ দিঘাবকর। তাঁর এই সাফল্যের কথা বিদেশের লোকজনও জানতে পেরেছেন। ধারাভিতে ৯ বর্গমিটার অঞ্চলে থাকেন ৮ থেকে ১০ জন। সেখানে করোনা সংক্রমণ রুখতে সফল হয়েছেন কিরণ। তাঁর দেখানো পথেই এবার হাঁটতে চলেছে ফিলিপিন্স।’
করোনা সংক্রমণ ও মৃত্যুতে সারা দেশে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। এই রাজ্যের রাজধানী মুম্বই শহরের অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক। তবে ধারাভিতে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এক্ষেত্রে যাঁর ভূমিকা সবচেয়ে উল্লেখযোগ্য, সেই কিরণ জানিয়েছেন, ‘আমরা কীভাবে ধারাভিতে করোনা আক্রান্তদের খুঁজে বের করেছি, তাঁদের কোয়ারেন্টিনে রেখেছি, সেসব তথ্য দিয়ে ফিলিপিন্স সরকারকে সাহায্য করছি।’ তবে শুধু ফিলিপিন্স সরকারকেই না, বেঙ্গালুরু, হায়দরাবাদের মতো দেশের অন্যান্য শহরগুলিকেও করোনা সংক্রমণ রোখার বিষয়ে সাহায্য করছেন বলে জানিয়েছেন কিরণ।
‘ধারাভি মডেল’ অনুসরণ করে করোনা সংক্রমণ রুখে দিতে চাইছে ফিলিপিন্স
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2020 12:25 AM (IST)
শুধু ফিলিপিন্স সরকারকেই না, বেঙ্গালুরু, হায়দরাবাদের মতো দেশের অন্যান্য শহরগুলিকেও করোনা সংক্রমণ রোখার বিষয়ে সাহায্য করছেন বলে জানিয়েছেন কিরণ।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -