কলকাতা: এবার চূর্ণী গঙ্গোপাধ্যায়ের (Churni Ganguly)-র সঙ্গে জুটি বাঁধছেন জয়া আহসান (Jaya Ahsaan)। অন্তত একঝলক পোস্টার দেখে মনে হবে সেটাই। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র নতুন ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে এই দুই নায়িকাকে। মুখ্যভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন (Kaushik Sen)-ও। ত্রিকোণ প্রেম আর সম্পর্কের টানাপোড়েনে এগিয়ে যাবে এই ছবির গল্প। 


তবে শুধু প্রেম নয়, জয়া ও চূর্ণী, দুজনকেই দেখা যাবে কৌশিকের স্ত্রীর ভূমিকায়। একজন প্রাক্তন, অপরজন বর্তমান। কোনও মানুষ কি অন্য কারোও মত হতে পারে? নাকি জীবনে কোনও কোনও জায়গা খালি রয়ে যায় চিরকালের জন্য? এই টানাপোড়েনই ফুটে উঠবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতে। কৌশিক সেনকে এখানে দেখা যাবে একজন অধ্যাপকের চরিত্রে। ২ জুন মুক্তি পাবে এই ছবিটি। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবিটি। 


এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-কে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এটি তাঁর তৃতীয় ছবি। সোশ্যাল মিডিয়ায় প্রথম এই সিনেমার যে ছবিটি শেয়ার করে নেওয়া হয়েছিল, তা হল সমান করে মাঝখান থেকে কাটা একটি আপেল। পরিচালকের মতে, একটি আপেল কে মাঝখান থেকে কাটলে দুটি টুকরো কেউ কম নয়, কেউ বেশিও নয়। এর থেকে ভাল উদাহরণ আর কিই বা হতে পারে। এরপর প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। সেখানে অর্ধেক মুখ চূর্ণীর, অর্ধেক জয়ার। কোনও অভিনেতার ছবি অবশ্য দেখা যায়নি পোস্টারে। 


'কাবেরী অন্তর্ধান' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই কৌশিক। সেই ছবিতেও ছিলেন অম্বরীশ। 'কাবেরী অন্তর্ধান'-এর মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সিনেমাহলে অল্পদিন জায়গা পেলেও দর্শকদের মন কেড়েছিল এই ছবি। প্রায় একই সময় 'পাঠান' মুক্তি পাওয়ায় অনেক প্রেক্ষাগৃহে জায়গা পায়নি এই ছবি।


আরও পড়ুন: Walking Tips: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো


আরও পড়ুন: Premature Grey Hair: অসময়ে চুল পেকে যাওয়ার সমস্যা এড়াতে কী কী করবেন এবং কী কী করবেন না