কলকাতা: ঘটনা নাকি দুর্ঘটনা? একটা ঘটনাই কি বদলে দিতে পারে জীবনের মোড়? ঠিক যেমনটা ঘটেছিল শ্রীকান্ত আচার্য্যের (Srikanto Acharya)-র জীবনে? 'দাদাগিরি'-র মঞ্চে তৈরি হয় কতই না নতুন গল্প। আর সেখানেই, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)-র কাছে নিজের জীবনের কথা বলে ফেললেন সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য্য। নাহ, সঙ্গীত জগতে খ্যাতিলাভ করার জন্য তিনি নিজের কেরিয়ার শুরু করেননি। বরং, তাঁর কেরিয়ার শুরু হয়েছিল সেলসের চাকরি দিয়ে!


নববর্ষ উপলক্ষ্যে বিশেষ একটি এপিসোড শ্যুটিং হয়েছিল 'দাদাগিরি'-তে। আর সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই তো সাবলীল সঞ্চালনা, সবার সঙ্গে মিশে যাওয়া স্বচ্ছন্দ্যভাবে। তার ব্যতিক্রম হল না এই এপিসোডেও। এই মঞ্চে, নিজের জীবনের গল্প করতে গিয়ে শ্রীকান্ত আচার্য্য তুলে ধরেন নিজের অজানা অতীতের কথা। সঙ্গীতশিল্পী নয়, তিনি কেরিয়ার শুরু করেছিলেন সেলসের চাকরি দিয়ে। তবে সেই চাকরিতে মন বসেনি তাঁর। কাজ ভাল লাগত না বলেই, একদিন হঠাৎ করে কাজ ছেড়ে দিয়ে চলে আসেন বর্তমানের খ্যাতনামা এই সঙ্গীতশিল্পী। 


সেই সময়ে একটি ক্যাসেট কোম্পানির সঙ্গে কথা হয়েছিল সঙ্গীতশিল্পীর। সেই থেকেই মুক্তি পায় প্রথম অ্যালবাম। তবে কোনও প্রত্যাশা ছিল না শিল্পীর। মনে হয়েছিল, প্রথম অ্যালবাম, কিনবে না কেউই। তবে সেখানেই অবাক কাণ্ড, শিল্পীর প্রথম অ্যালবামই চূড়ান্ত জনপ্রিয়তা পায়। হিট হয়ে যায় সেই অ্যালবাম। তারপর থেকেই সঙ্গীত জগতে পা রাখেন শ্রীকান্ত আচার্য্য।  সঙ্গীতশিল্পীর এই কথা শুনে সৌরভ গঙ্গোপাধ্যায় বলে ওঠেন, 'একেই বলে ভাগ্য। ভাগ্য এভাবেই সবটা গড়ে দেয়। কখনও কখনও আমাদের পরিকল্পনার বাইরে গিয়েও।'


বর্তমানে শ্রীকান্ত আচার্য্য খুবই জনপ্রিয় নাম। সঙ্গীত জগতে দীর্ঘ সময় কাটিয়ে ফেলেছেন তিনি। অনেকেই জানেন না, প্রখ্যাত এই শিল্পী একসময়ে সেলসের চাকরি করতেন। 'দাদাগিরি'-র মঞ্চে উঠে এল সেই গল্পই।


 






আরও পড়ুন: Deepika Padukone: অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশন দৃশ্যের শ্যুটিং, দীপিকার সন্তান আসছে সারোগেসির মাধ্যমে?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।