কলকাতা: সময় বদলায়, বদলায় স্থান- কাল-পাত্র। কিন্তু নারীদের অবস্থান? সমাজ কি বদলায় নারীদের দেখার চোখ? এই প্রেক্ষাপটেই, রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ত্রীর পত্র' থেকে অনুপ্রাণিত হয়ে নতুন একটি ছবি তৈরি করেছেন শ্বেতা বসু এবং অয়ন সেন। অভিনয়ে, ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee), জয় সেনগুপ্ত (Joy Sengupta), শ্রাবণী ঘোষ (Shraboni Ghosh), সুমিতা চট্টোপাধ্যায় (Sumita Chatterjee), লিলি চক্রবর্তী (Lily Chakraborty), তমাল রায়চৌধুরী (Tamal Roychowdhury), পার্থসারথি দেব (Parthasarathi Dev) ও অন্যান্যরা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায় (Surojit Chatterjee)। ছবির নাম, 'মহানগরী থেকে দূরে'। আগামী ১৯ মে ছবিটি মুক্তি পাবে।
গল্পের মুখ্যচরিত্রের নাম শিমুল। এই চরিত্রেই অভিনয় করেছেন শ্রাবণী। শিমুলের সঙ্গে বিয়ে হয়েছিল অভীকের। কিন্তু স্বামীকে ছেড়ে শিমুল বেরিয়ে পড়ে তাঁর মনের মানুষের সঙ্গে। শহর থেকে অনেক দূরে, প্রমিতের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় সে। শহরের ইট, কাঠ পাথর, কঠিন মানসিকতায় যেন দমবন্ধ হয়ে আসে তার। এই ভূমিকায় অভিনয় করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। ছবির শ্যুটিং হয়েছে চন্দননগর এবং উত্তরবঙ্গে। গল্পের মোড়ে, দেখা হয় শিমুল ও অভীকে। কিন্তু প্রমিতকে ছেড়ে কী অভীকের সঙ্গে ফিরে যাবে শিমুল নাকি সাহস করবে তার ভালবাসাকে বেছে নেওয়ার? এই আবহেই এগিয়ে যাবে ছবির গল্প।
এই ছবি সম্পর্কে পরিচালকদ্বয় বলছেন, 'আমাদের লেখা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প 'স্ত্রীর পত্র' থেকে অনুপ্রাণিত। সিনেমাটি দেখতে দেখতে দর্শক যদি নিজের সঙ্গে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পান, সেখানেই আমার সার্থকতা। আশা করি মানুষের ছবিটি ভাল লাগবে।'
এই ছবিটি সম্পর্কে অভিনেতা জয় সেনগুপ্ত বলেছেন, 'এটি একটি পারিবারিক ছবি। একটি পরিবারের টানাপোড়েন, জীবনের ওঠা-পড়া ছবিতে দেখা যাবে। আমি অভীকের চরিত্রে অভিনয় করেছি। অভীক একটু স্বার্থপর, প্রেম-বন্ধুত্ব কোনও কিছুরই যেন তার জীবনে স্থান নেই। এই মানসিকতারই খেসারৎ দিতে হয় তাকে। এই ছবির পরিচালকদ্বয় নতুন। শ্বেতা এবং অয়নের সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে, ছবি নিয়ে ওদের দারুণ একটা প্যাশন আছে। আশা করি ছবিটা মানুষের ভাল লাগবে।'
ছবিতে শোনা যাবে, সুরজিৎ চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী ও প্রশ্মিতা পালের গলা। কবিতায় শোনা যাবে কিংবদন্তি ঊর্মিমালা বসু ও
জগন্নাথ বসুর কন্ঠ। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন, অরিজিৎ বসু।
আরও পড়ুন: Watermelon: ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!
আরও পড়ুন: Heat Stroke : কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?