কলকাতা: সেরা জনপ্রিয় ছবির পুরস্কার উঠল 'প্রজাপতি'-র (Projapoti) হাতে। সেরা ফিল্ম জুরির পুরস্কার পেল 'অপরাজিত' (Aparajito)।  রবিবারের সন্ধে তিলোত্তমার বুকে হয়ে গেল জমজমাট অনুষ্ঠান, সম্মানিত করা হল রুপোলি পর্দার সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের। 


২০ বছরে পা দিল টেলি সিনে অ্য়াওয়ার্স। আর সেই উপলক্ষ্যেই নজরুল মঞ্চে বসেছিল চাঁদের হাট। অভিনেতা ওম সাহানি (Om Sahani) ও কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)-র নাচ দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। পুরস্কারের মধ্যে, সেরা জনপ্রিয় ছবির পুরস্কার উঠল 'প্রজাপতি'-র হাতে। সেরা ফিল্ম জুরির পুরস্কার পেল 'অপরাজিত' ছবিটি। ওয়ের সিরিজের সেরা অভিনেতা হিসেবে সম্মানিত করা হল অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-কে। সেরা প্রতিশ্রুতিবান পরিচালকের পুরস্কার পেলেন অভিজিৎ সেন। সেরা সহ অভিনেতার পুরস্কার পেলেন খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। সেরা শিশু শিল্পীর সম্মানে সম্মানিত হন সামন্তক দ্যুতি মিত্র। পুলক বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল পুরস্কার পান সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য্য। 


এদিন আরও পুরস্কার পান ইমন চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনুপম রায়, আফজাল হোসেন, দীপঙ্কর দে, জিতু কমল, গার্গী রায়চৌধুরি, বিদ্যা সেনহা মিম, চঞ্চল চৌধুরী, আদৃত রায়, সোলাঙ্কি রায়, বাপ্পা মজুমদার, সামিমা চৌধুরী, বাপ্পি চৌধুরি ও অন্যান্য শিল্পীরা।


এই অনুষ্ঠান নিয়ে অভিনেতা চিরঞ্জিৎ বলেন, 'এই অনুষ্ঠানে দুই বাংলার অভিনেতা পরিচালক ও অন্যান্য কলাকূশলীরা থাকেন। এটিকে একটি মিলন উৎসব বলা যেতে পারে। আমি এই কুড়ি বছর এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতে পেরে খুব ভাল লাগছে'।


এই অনুষ্ঠানে সেরা ওয়েব সিরিজ অভিনেতা হিসেবে সম্মানিত হওয়ার পরে অঙ্কুশ বলছেন, 'এই বছর ওয়েব সিরিজে সেরা অভিনেতার পুরস্কার পেয়ে আমি আপ্লুত। ভাল লাগছে এমন একটি অনুষ্ঠানে পুরস্কার পেয়ে। এটি শুধু একটি পুরস্কার নয়, এটি একটি অনন্য সম্মান।'


বাংলাদেশ থেকে তাঁর খ্যাতি ছুঁয়েছে এদেশকেও। ভারতেও এখন 'হাওয়া' চঞ্চল। অভিনেতা চঞ্চল চৌধুরি বলছেন "এই মিলন উৎসবে আমাদের দুটি বাংলা একটি ভালোবাসার বন্ধনে যুক্ত হয়। এমন একটি অনুষ্ঠানের সঙ্গে থাকতে পেরে আমি খুব খুশী।'


আরও পড়ুন: World Environment Day 2023: নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'


আরও পড়ুন: World Environment Day: 'এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্টস', পেয়েছেন পদ্ম পুরস্কার, বিশ্ব পরিবেশ দিবসে ফিরে দেখা তুলসী গৌড়ার অসামান্য কীর্তি